মিডল্যান্ডস

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক খলিলুর রহমানের জানাজার নামাজ আজ শুক্রবার, বাদ জুমআ; দেয়া হবে রাষ্ট্রীয় মর্যাদা

343_4CFD7ED6-A7F9-4BEA-B7CE-D104077F3DB1.jpeg

সাহিদুর রহমান সুহেল: বার্মিংহামে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব, ২৮ মার্চ উদযাপন পরিষদের অন্যতম উপদেষ্টা খলিলুর রহমান ৩০ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার, দুপুর ১টার সময় স্থানীয় হাসপাতালে ইন্তেকাল করেছেন। মরহুমের দেশের বাড়ী সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বারহাল গ্রামে। 
এ দিকে বার্মিংহামে ভারপ্রাপ্ত সহকারী হাইকমিশনার স্বর্নালী চন্দার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান রাষ্টীয় মর্যাদায় দাফন করা হবে জনাব খলিলুর রহমানকে।যদিও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আলী ইসমাইল সাহেবকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হয়নি। তখনকার দ্বয়িত্বে  ছিলেন সহকারী হাই কমিশনার নজমুল হক।
মরহুমের জানাজা আজ শুক্রবার বাদ জুমআ জামে মসজিদ এন্ড ইসলামিক সেন্টার-এ, (৫০৫-৫২৭ কভেন্ট্রি রোড, বার্মিংহাম, B10 0LL) অনুষ্ঠিত হবে।
দেশ ও জাতির প্রতি মরহুম খলিলুর রহমানের ছিল অগাধ মমত্ববোধ। আমরা দেশ মাতৃকার কল্যাণে আজীবন নিবেদিতপ্রাণ এ ব্য্িক্তত্বের অবদানের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। 
২৮ মার্চ উদযাপন পরিষদের পক্ষ থেকে মরহুম খলিলুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও আত্মার মাগফেরাত কামনা করছি। পাশাপাশি মরহুমের স্ত্রী-ছেলে-সন্তান এবং আত্মীয় স্বজনদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছি ।

সর্বাধিক পঠিত


ভিডিও