স্বাস্থ্য

ইতিহাসে এই প্রথম ক্যানসারের ওষুধে নির্মূল হলো মলাশয়ের ক্যানসার

3552_download (6).jpg

ইতিহাসে প্রথমবারের মতো ক্যানসারের কোনো ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালে শতভাগ রোগী সুস্থ হলেন। নতুন এই ওষুধ ডস্টারলিমাব দেওয়া হলো ১২ জন ক্যানসার রোগীকে, ছয় মাস চিকিৎসার পর প্রত্যেকের টিউমার মলাশয় থেকে অদৃশ্য হয়েছে।

গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে চিকিৎসাবিজ্ঞান–বিষয়ক প্রখ্যাত সাময়িকী ‘নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন’–এর ৫ জুন সংখ্যায়। আধুনিক প্রযুক্তি এনএমআর ইমেজিং, এন্ডোস্কপি, ডিজিটাল রেক্টাল এক্সাম বা বায়োপসি করে তা প্রমাণিত। তবে মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং সেন্টারের গবেষকেরা বলছেন, রোগীর সংখ্যা কম, তাই আরও বেশি রোগী নিয়ে দেখা উচিত।

লাইন বারগার ক্যানসার রিসার্চ সেন্টারের অনকোলজিস্ট ডা. হানা সানোফ ফলাফলকে বিরাট আশাবাদের কারণ হিসেবে দেখছেন। ‘নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন’–এর সম্পাদকীয়তে তিনি বলেন, ইমিউন থেরাপি মলাশয়ের ক্যানসারের নিরাময় করতে পারা এক বিরাট কাজ।

এত দিন কেমোথেরাপির পর বিকিরণ আর পরে শল্য চিকিৎসা করে মলাশয় অপসারণ ছিল চিকিৎসা। এই রোগীদের ডস্টারলিমাব প্রতি তিন সপ্তাহ পরপর দেওয়া হয় ছয় মাস ধরে। ডস্টারলিমাব প্রস্তুত করে টেসারো নামে ম্যাসাচুসেটসের একটি জীবপ্রযুক্তি (বায়োটেক) কোম্পানি। অবশ্য এই কোম্পানি ২০১৯ সালে কিনে নেয় গ্ল্যাক্সো স্মিথক্লাইন। এই অগ্রগতি নতুন আশার প্রদীপ হয়ে এল ক্যানসার রোগীদের জন্য।

সর্বাধিক পঠিত


ভিডিও