যুক্তরাজ্য

১৩ অক্টোবর ২০২১, ২০:১০
আরও খবর

বাংলা প্রেসক্লাব বার্মিংহাম-মিডল্যান্ডসের ফুটবল টিমের আলোচনা সভা অনুষ্ঠিত

378_A294221C-F0D7-4D15-A262-E91F66883EF4.jpeg

সাহিদুর রহমান সুহেল: লন্ডন বাংলা প্রেসক্লাবের আয়োজনে এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্যদের নিয়ে সিক্স-এ সাইড ফুটবল টুর্নামেন্টের আগামী ২৪ অক্টোবর রবিবার লন্ডনের মাইল্যান্ড পার্কে 
অনুষ্ঠিত হবে।
ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতায় বাংলা প্রেস ক্লাব বার্মিংহাম-মিডল্যানডস এর সদস্যদের নিয়ে গঠিত মিডল্যানডস বাংলা মিডিয়া নামকরনের ফুটবল দলের অংশ গ্রহনের পুর্ব প্রস্তুতি লক্ষে বার্মিংহামে সৃজনশীল ও নির্ভীক একদল উদ্দ্যোমি সংবাদকর্মীদের নিয়ে গঠিত বাংলা ভাষা-ভাষীদের প্রতিনিধিত্বশীল সংগঠন “বাংলা প্রেস ক্লাব বার্মিংহাম-মিডল্যানডস”গত ১১ই অক্টোবর ওল্ডবারির স্থানীয় আইস হাউস ডিজার্ট ক্যাফেতে টিমের এক জরুরী সভায় সভাপতিত্ব করেন সংগঠনের অন্যতম সিনিয়র সাংবাদিক সাইফুর রাজা চৌধুরী পথিক এবং অনুষ্টানটি পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সেক্রেটারি আশরাফুল ওয়াহিদ দুলাল।২৪ অক্টোবর এ ফুটবল প্রতিযোগিতায় লন্ডনের  বাইরে দ্বিতীয় বারের মতো একমাত্র দল হিসেবে অংশ গ্রহন করতে যাচ্ছে বলে স্হানীয় এবং লন্ডনে সাধারন দর্শক এবং সাংবাদিকদের মধ্যে দলটি বেশ উত্তাপ ছড়াচ্ছে।মিডল্যানডস বাংলা মিডিয়ার তারন্য নির্ভর দলের সাথে লন্ডনের আরো নয়টি দল অংশগ্রহণ করবে।ইতিমধ্যে দলটি প্রথমবার অংশ গ্রহন করে সেমিফাইনাল খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিরোপা প্রত্যাশীর অন্যতম জোরালো দাবীদার।
লন্ডনের বাইরের এ দলটি অতীতে যেমন অংশগ্রহন করে টুণামেন্টের আকর্ষনীয় করে তুলেছিল এবারও অংশগ্রহনের মাধ্যমে লন্ডনের বাইরের সদস্যদের সাথে সম্পর্কটার সেতু-বন্ধন আরো সু-মধুর হবে এবং ইউকে ভিত্তিক লন্ডন বাংলা প্রেস ক্লাবের স্বার্থকতা  বৃদ্ধি পাবে ক্লাবের সাধারন সদস্যরা অনেকেই মনে করেন।
উল্লেখ্য দলের ক্যাপ্টেন সাহিদুর রহমান সুহেল ও ম্যানাজার সৈয়দ নাসির আহমেদের সার্বিক তত্ত্বাবধানে খেলবে বিপিসি মিডল্যান্ডস টিম।
সভায় বাংলা প্রেস ক্লাব বার্মিংহাম-মিডল্যানডস সংগঠনটি বাংলাদেশের ৫০তম স্বাধীনতার সুবর্ন জয়ন্তী পালনের বিভিন্ন বিষয় নিয়েও বিষদ আলোচনা করা হয়।
উক্ত সভায় সংগঠনের সদস্যদের মধ্যে থেকে উপস্থিত হয়ে আলোচনায় অংশগ্রহন করেন সাহিদুর রহমান সুহেল, ফারসু আহমেদ চৌধুরী, আতিকুর রহমান, এডভোকেট উবায়দুল কবীর খোকন, জাহিদুল আলম মিন্টু ও জিয়া তালুকদার। সভায় বক্তারা বার্মিংহাম বাসীর সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
——————————-
সাহিদুর রহমান সুহেল: লন্ডন বাংলা প্রেসক্লাবের আয়োজনে এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্যদের নিয়ে সিক্স-এ সাইড ফুটবল টুর্নামেন্টের আগামী ২৪ অক্টোবর রবিবার লন্ডনের মাইল্যান্ড পার্কে 
অনুষ্টিত হবে।
ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতায় বাংলা প্রেস ক্লাব বার্মিংহাম-মিডল্যানডস এর সদস্যদের নিয়ে গঠিত মিডল্যানডস বাংলা মিডিয়া নামকরনের ফুটবল দলের অংশ গ্রহনের পুর্ব প্রস্তুতি লক্ষে বার্মিংহামে সৃজনশীল ও নির্ভীক একদল উদ্দ্যোমি সংবাদকর্মীদের নিয়ে গঠিত বাংলা ভাষা-ভাষীদের প্রতিনিধিত্বশীল সংগঠন “বাংলা প্রেস ক্লাব বার্মিংহাম-মিডল্যানডস”গত ১১ই অক্টোবর ওল্ডবারির স্থানীয় আইস হাউস ডিজার্ট ক্যাফেতে টিমের এক জরুরী সভায় সভাপতিত্ব করেন সংগঠনের অন্যতম সিনিয়র সাংবাদিক সাইফুর রাজা চৌধুরী পথিক এবং অনুষ্টানটি পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সেক্রেটারি আশরাফুল ওয়াহিদ দুলাল।২৪ অক্টোবর এ ফুটবল প্রতিযোগিতায় লন্ডনের  বাইরে দ্বিতীয় বারের মতো একমাত্র দল হিসেবে অংশ গ্রহন করতে যাচ্ছে বলে স্হানীয় এবং লন্ডনে সাধারন দর্শক এবং সাংবাদিকদের মধ্যে দলটি বেশ উত্তাপ ছড়াচ্ছে।মিডল্যানডস বাংলা মিডিয়ার তারন্য নির্ভর দলের সাথে লন্ডনের আরো নয়টি দল অংশগ্রহণ করবে।ইতিমধ্যে দলটি প্রথমবার অংশ গ্রহন করে সেমিফাইনাল খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিরোপা প্রত্যাশীর অন্যতম জোরালো দাবীদার।
লন্ডনের বাইরের এ দলটি অতীতে যেমন অংশগ্রহন করে টুণামেন্টের আকর্ষনীয় করে তুলেছিল এবারও অংশগ্রহনের মাধ্যমে লন্ডনের বাইরের সদস্যদের সাথে সম্পর্কটার সেতু-বন্ধন আরো সু-মধুর হবে এবং ইউকে ভিত্তিক লন্ডন বাংলা প্রেস ক্লাবের স্বার্থকতা  বৃদ্ধি পাবে ক্লাবের সাধারন সদস্যরা অনেকেই মনে করেন।
উল্লেখ্য দলের ক্যাপ্টেন সাহিদুর রহমান সুহেল ও ম্যানাজার সৈয়দ নাসির আহমেদের সার্বিক তত্ত্বাবধানে খেলবে বিপিসি মিডল্যান্ডস টিম।
সভায় বাংলা প্রেস ক্লাব বার্মিংহাম-মিডল্যানডস সংগঠনটি বাংলাদেশের ৫০তম স্বাধীনতার সুবর্ন জয়ন্তী পালনের বিভিন্ন বিষয় নিয়েও বিষদ আলোচনা করা হয়।
উক্ত সভায় সংগঠনের সদস্যদের মধ্যে থেকে উপস্থিত হয়ে আলোচনায় অংশগ্রহন করেন সাহিদুর রহমান সুহেল, ফারসু আহমেদ চৌধুরী, আতিকুর রহমান, এডভোকেট উবায়দুল কবীর খোকন, জাহিদুল আলম মিন্টু ও জিয়া তালুকদার। সভায় বক্তারা বার্মিংহাম বাসীর সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও