বাংলাদেশ

কুমিল্লায় মন্দিরে হামলাকারীরা ছাড় পাবে না: কাদের

379_Screenshot_20211013-231903_All Newspapers.jpg

ওবায়দুল কাদের। ফাইল ছবি

কুমিল্লায় মন্দিরে হামলায় যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সন্ধ্যায় ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউট প্রাঙ্গণে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে গিয়ে এ আশ্বাস দেন তিনি। 
কুমিল্লায় কুরআন অবমাননার অভিযোগ তুলে বুধবার হিন্দু সম্প্রদায়ের কয়েকটি মন্দিরে হামলা-ভাংচুর হয়।

কুমিল্লার ঘটনার জন্য ‘সাম্প্রদায়িক অপশক্তি’কে দায়ী করে কাদের বলেন, “যারা হিন্দুদের মন্দিরে হামলা চালায় তারা দলীয় পরিচয়ের হলেও ছাড় দেওয়া হবে না।”

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে কুচক্রীরা সক্রিয় রয়েছে দাবি করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

“সারাদেশে এক উৎসব মুখর পরিবেশে সার্বজনীন দূর্গাপূজা উৎসবে পরিণত হয়েছে। সারাদেশে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার পূজামণ্ডপে উৎসব পালিত হচ্ছে, তাই একটি কুচক্রী মহলের গাত্রদাহ হচ্ছে।”

তা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যারা নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

“কোনো দুর্বৃত্ত যাতে মন্দিরে বিশৃঙ্খলা সৃষ্টি বা হামলা করতে না পারে, সেদিকে সতর্ক থাকতে হবে।”

সর্বাধিক পঠিত


ভিডিও