বাংলাদেশ

কুমিল্লায় কুরআন ‘অবমাননা’, শান্তি বজায় রাখার আহ্বান সরকারের

380_Screenshot_20211014-000111_Chrome.jpg

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক ফাইল ছবি

প্রতিমন্ত্রী বলেন, আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না

কুমিল্লায় কুরআন ‘‘অবমাননা’’ ইস্যুতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক। একই সঙ্গে আইন হাতে তুলে না নেওয়ার জন্যও বলেছেন তিনি।

বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় এমন আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, “আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। সবার উচিত ধর্মীয় সম্প্রীতি এবং শান্তি বজায় রাখা”

তিনি বলেন, “আমরা কুমিল্লার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আসল ঘটনা উদঘাটনে স্থানীয় প্রশাসনকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।”

প্রতিমন্ত্রী আরও বলেন, “দেশে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রচেষ্টা করলে তাকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।”

সর্বাধিক পঠিত


ভিডিও