বাণিজ্য ও অর্থনীতি

দারাজের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন নিশো ও মেহজাবীন

6106_Dataz_embassedor.jpg

দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ, প্রথমবারের মতো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে টিভি পর্দার সবচেয়ে জনপ্রিয় ও রোমান্টিক জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে নিয়োগ দিল। পরবর্তী দুই বছরের জন্য তারা ব্র্যান্ড সচেতনতা বৃদ্ধিতে দারাজের সাথে কাজ করবেন।

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এই দুই তারকা তাদের অসাধারণ প্রতিভা এবং মুগ্ধকর ব্যক্তিত্বের জন্য শুরু থেকেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি তারা অসংখ্য সফল ক্যাম্পেইনের সাথেও সম্পৃক্ত আছেন।

দারাজ বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার তালাত রহিম বলেন, ‘নিশো ও মেহজাবীনকে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিতে পেরে আমরা ভীষণ আনন্দিত। তারা উভয়ই অত্যন্ত প্রতিভাবান শিল্পী যাদের ভক্ত সংখ্যা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। আমরা আশা করছি, দারাজকে প্রতিনিধিত্বের মাধ্যমে তারা আমাদের গ্রাহকদের সম্পৃক্ততা বাড়িয়ে ব্র্যান্ড উপস্থিতি বৃদ্ধিতে এবং আমাদের নতুন উচ্চতায় পৌঁছাতে সাহায্য করবেন।’

২০১৪ সালে প্রতিষ্ঠিত দারাজ বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও মিয়ানমারসহ দক্ষিণ এশিয়ার ই-কমার্স প্ল্যাটফর্ম। দারাজ বিশ্ব মানসম্পন্ন মার্কেটপ্লেস প্রযুক্তির মাধ্যমে ১ লাখের বেশি সেলারের ক্ষমতায়নে ভূমিকা রাখছে। পাশাপাশি, সেলারদের এ অঞ্চলের দ্রুত বর্ধনশীল ৫০ কোটি গ্রাহকের সাথে যুক্ত করতে কাজ করে যাচ্ছে দারাজ। দারাজ এক্সপ্রেসের মাধ্যমে ব্র্যান্ডটি বাজারের সবচেয়ে কার্যকরী ও ডিজিটালাইজড লজিকটিকস অবকাঠামো পরিচালনা করছে। দারাজের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার ৫ কোটি ক্রেতা ও ব্যবসাকে সেবা প্রদান করা।

উৎসঃ ঢাকা টাইমস

সর্বাধিক পঠিত


ভিডিও