বাণিজ্য ও অর্থনীতি

ডলারের আধিপত্য কমাতে খোঁজা হচ্ছে বিকল্প

6260_brics.jpg

ডলারের আধিপত্য রুখতে বিকল্প মুদ্রার উত্থান হচ্ছে

বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুদ্রা মার্কিন ডলার। বিভিন্ন দেশের রিজার্ভ মুদ্রা ও আন্তর্জাতিক লেনদেনের বেশিরভাগই হয় ডলারে। তবে যুক্তরাষ্ট্র সম্প্রতি ডলারকে অস্ত্র হিসেবে ব্যবহার ও নানা বিধিনিষেধ আরোপ করায় ‘ডি-ডলারাইজেশন’ বা ডলারের আধিপত্য কমানোর চিন্তা করছে অনেক দেশ। চীনের শক্তিশালী অর্থনীতিকে কেন্দ্র করে বৈশ্বিক লেনদেনে ডলারের বিকল্প মুদ্রার কথা ভাবা হচ্ছে।

ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে প্রায় ২০ শতাংশ বেড়েছে ডলারের দর। এতে চাপে পড়েছে উন্নয়নশীল দেশগুলোর বৈদেশিক মুদ্রার রিজার্ভ । এমন পরিস্থিতি চীন, রাশিয়া, ইরানের মত দেশগুলো তাদের লেনদেনে ডলারের পরিবর্তে বিকল্প মুদ্রা ব্যবহারের পরিকল্পনা আরও ত্বরান্বিত করছে।

অর্থনীতিবিদ আবু ইউসুফ বলেন, চীনের নেতৃত্বে অর্থনৈতিক জোট ব্রিকসের সদস্যদের মধ্যে আছে ব্রাজিল, রাশিয়া, ভারত এবং সাউথ আফ্রিকা। সৌদি আরব, তুরস্ক, ইন্দোনেশিয়া ও আর্জেন্টিনাসহ বেশ কয়েকটি দেশ এই জোটে যোগ দেওয়ার আগ্রহ দেখিয়েছে। আন্তর্জাতিক লেনদেনে ডলারের পরিবর্তে কোনো স্বর্ণ-মানের মুদ্রা অথবা ডিজিটাল মুদ্রা ব্যবহারের চিন্তা করেছে এই জোট।

ডলার প্রতিস্থাপন ছাড়াও নিজস্ব মুদ্রায় আন্তর্জাতিক লেনদেন করে সংকট মেটাচ্ছে অনেক দেশ। ইতোমধ্যেই চীন এবং ব্রাজিল তাদের নিজস্ব মুদ্রায় ১৬ লাখ কোটি টাকার আন্তর্জাতিক লেনদেন করেছে। ইরানের কেন্দ্রীয় ব্যাংকও রাশিয়ার সাথে একই পথে অগ্রসর হচ্ছে।

বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে পারলে বিভিন্ন দেশের জন্য নিজস্ব মুদ্রায় আন্তর্জাতিক বাণিজ্য আরও সহজ হবে, বলছেন অর্থনীতিবিদরা। এর ফলে বিশ্ববাজারে ব্যাপকহারে কমবে ডলারের চাহিদা।
 

সর্বাধিক পঠিত


ভিডিও