স্বাস্থ্য

মানুষের জন্য আইন করছি, ফ্যাক্টরিওয়ালাদের জন্য না : স্বাস্থ্যমন্ত্রী

7576_IMG_5763.jpeg

দেশে প্রচুর ভেজাল ওষুধ উৎপাদন ও বাজারজাতকরণের কথা স্বীকার করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ওষুধ ও কসমেটিকস বিল ২০২৩ পাস হলে ভেজাল ওষুধ উৎপাদন বন্ধ হবে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে জাতীয় পার্টির সংসদ সদস্য রোস্তম আলী ফরাজির প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, নতুন আইনের মাধ্যমে ভেজাল ওষুধ উৎপাদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সহজ হবে। নতুন আইনে দশ বছরের কারাদণ্ড ও দশ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

বিরোধী দলের সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘মানুষের সুবিধার জন্য আইন করছি, ফ্যাক্টরিওয়ালাদের জন্য আইন করছি না।’

ভেজাল কসমেটিকসের কারণে মানুষের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে যাচ্ছে বলেও স্বীকার করেন মন্ত্রী।

এছাড়া সারা দেশে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক ওষুধ বিক্রি হচ্ছে। এমবিবিএস চিকিৎসকের পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক ওষুধ বিক্রি না করার কথা জানিয়ে মন্ত্রী বলেন, পৃথিবীর কোথাও এন্টিবায়োটিক ওষুধ বিক্রি হয় না। দেশে মাত্রাতিরিক্ত এন্টিবায়োটিক ওষুধের কারণে অনেক ওষুধ অকার্যকর হয়ে যাচ্ছে।
 

সর্বাধিক পঠিত


ভিডিও