বাংলাদেশ

হোয়াটসঅ্যাপ হ্যাকিংয়ের শিকার মার্কিন মিত্রসহ ২০ দেশের কর্মকর্তারা

77_5.jpeg

বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হ্যাকিংয়ের শিকার হয়েছেন অন্তত ২০ দেশের শীর্ষ সরকারি ও সামরিক কর্মকর্তারা। এর মধ্যে বেশিরভাগ দেশই যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত। হোয়াটসঅ্যাপের এক তদন্তে এমন তথ্য ওঠে এসেছে। তারা জানিয়েছে, পাঁচ মহাদেশে বিভিন্ন উচ্চ পর্যায়ের সামরিক ও সরকারি কর্মকর্তারা হ্যাকের শিকার হয়েছেন। গোপন সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে রয়টার্স।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, পূর্বে যেমনটা ধারনা করা হয়েছিল তার চেয়ে অধিক সংখ্যক কর্মকর্তা হ্যাকের শিকার হয়েছেন। ২০টি দেশে প্রায় ১ হাজার ৪০০ স্মার্টফোন এই হ্যাকের শিকার হয়ে থাকতে পারে। বুধবার ইসরাইলি সংস্থা এনএসও’র বিরুদ্ধে একটি হ্যাকিং প্ল্যাটফর্ম তৈরি ও বিক্রি করার অভিযোগ এনেছে হোয়াটসঅ্যাপ।
সর্বাধিক পঠিত


ভিডিও