বাংলাদেশ

বাড়ি পাল্টাবেন ট্রাম্প

78_3.jpeg

নিউ ইয়র্ক ছেড়ে ফ্লোরিডায় স্থায়ী হওয়ার ঘোষণা দিয়েছন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক ঘোষণায় এমনটা জানিয়েছেন তিনি। বলেছেন, নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ার ছেড়ে ফ্লোরিডায় স্থায়ী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তিনি অভিযোগ করেন, লাখ লাখ ডলার কর পরিশোধ করাস সত্ত্বেও নিউ ইয়র্কের রাজনীতিবিদরা তার সঙ্গে ভালো আচরণ করেনি। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়,  ট্রাম্প নিউ ইয়র্কেই জন্মেছিলেন। কিন্তু জীবনের অনেকাংশ ফ্লোরিডার পাল্ম বিচ’এ অবস্থিত মার-এ-লাগো রিসোর্টেই কাটিয়েছেন। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রিও কিয়োমো ও নিউ ইয়র্ক শহরের মেয়র বিল দে ব্লাসিওর সঙ্গে তার সম্পর্ক সাবলীল নয়। তারা দুজনই ডেমোক্র্যাট, আর ট্রাম্প রিপাবলিকান প্রেসিডেন্ট।
সর্বাধিক পঠিত


ভিডিও