বাংলাদেশ

যৌন হয়রানির অভিযোগে ঢাবি শিক্ষকের পদোন্নতি স্থগিত

8132_IMG_6936.jpeg

নিজ বিভাগের এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ সিদ্দিকীর পদোন্নতি তিন বছরের জন্য স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যৌন নিপীড়নবিরোধী সেলের সুপারিশক্রমে মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় উক্ত শিক্ষকের পদোন্নতি স্থগিতের এ সিদ্ধান্ত গৃহীত হয়। তার এই পদোন্নতি স্থগিতের সিদ্ধান্ত তিনি অধ্যাপক হওয়ার যোগ্যতা অর্জন করার পর থেকে পরবর্তী তিন বছর পর্যন্ত কার্যকর হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সিন্ডিকেটসভায় সভাপতিত্ব করেন।


বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের একাধিক সদস্য কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

সিন্ডিকেট সূত্র জানায়, শান্তি ও সংঘর্ষ বিভাগের চতুর্থ বর্ষের এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে সিন্ডিকেট ওই শিক্ষকের পদোন্নতি তিন বছরের জন্য স্থগিত করেছে। ওই শিক্ষক যখন অধ্যাপক পদের জন্য যোগ্য হবেন, তখন থেকে এই তিন বছরের বিষয়টি কার্যকর হবে। তখন থেকে তিন বছর তিনি অধ্যাপক হতে পারবেন না।

সর্বাধিক পঠিত


ভিডিও