যুক্তরাজ্য

৮ নভেম্বর ২০২৩, ২০:১১
আরও খবর

যুক্তরাজ্যে নিষিদ্ধ হলো লাফিং গ্যাসের অপব্যবহার!

8199_1234.jpg

কারও কাছে লাফিং গ্যাস পাওয়া গেলে ২ বছরের জেল। আর এটি বিক্রি ও তৈরিতে কেউ জড়িত থাকলে ১৪ বছরের জেল। এ আইন বাস্তবায়ন হচ্ছে ৮ই নভেন্বর ২০২৩ থেকে। পুরো ইউকে'তে নিষিদ্ধ হলো লাফিং গ্যাসের ব্যাবহার।এটিকে ক্লাস সি ড্রাগ হিসাবে লিস্টেড হচ্ছে।

স্বাস্থ বিশষজ্ঞরা বলছেন লাফিং গ্যাস ব্যবহারকারীদের নানা ধরণের রোগের ঝুঁকি থাকে। বারবার অপব্যবহারের ফলে স্নায়ুর ক্ষতি, দৃষ্টিশক্তি হ্রাস এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা হতে পারে। অসতর্ক ব্যবহারে মৃত্যু ঝুঁকিও রয়েছে।

নাইট্রাস অক্সাইড কেটারিং ইন্ডাস্ট্রি দ্বারা ক্রিম তৈরি করার জন্য এবং চিকিত্সকরা ও দাঁতের ডাক্তাররা ব্যথা নাশক হিসাবে বৈধভাবে ব্যবহার করা হয়। প্রসবের সময় ব্যথ্যা কমাতে সাহায্য করে নাইট্রাস অক্সাইড।

লাফিং গ্যাস এক ধরণের নাইট্রাস অক্সাইড গ্যাস যা পিতলের ছোট ছোট বোতলে থাকে, যা বেলুন দিয়া সেবন করেন আসক্তরা। ইউকেতে এর সবন মারাক্তক ভাবে বেড়েছে। বিশেষ করে ১৬ থেকে ২৪ বছর বয়সী তরুণ তরুণীর মাঝে এর ব্যবহার বেড়েছে ব্যাপক। বাংলাদেশী কমিউনিটির সন্তানরা মারাক্তক ভাবে আসক্ত এই লাফিং গ্যাসে।

গত মার্চ এ ইউকে লেভেলিং আপ সেক্রেটারি মাইকেল গোব প্রতিস্রুতি দিয়েছিলেন এই ড্রাগ নিষিদ্ধ করতে সরকার কাজ করছে। হোম সেক্রেটারি  সুয়েলা 
ব্রেভারম্যান এটি নিষিদ্ধের ঘোষণা দিয়ে বলেছেন "এই অপরাধ দমন সহ আরো অন্যান ক্ষেত্রে ১৬০ মিলিয়ন পাউন্ড বরাদ্ধ দিয়েছেন।"
 

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও