বাংলাদেশ

রাঙ্গামাটিতে চাঁদা না দেওয়ায় পর্যটকবাহী বোটে আগুন

8213_IMG_7119.jpeg

চাঁদা না দেয়ায় রাঙ্গামাটিতে পর্যটকবাহী বোটে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরের দিকে কাপ্তাই হ্রদের কাইন্দারমুখ এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরের দিকে ৬ জন পর্যটক নিয়ে কাপ্তাই হ্রদে ঘুরতে বের হন। পরে বোটটি হ্রদের কাইন্দারমুখ এলাকায় গেলে পাঁচজন দুর্বৃত্ত অস্ত্রধারী সন্ত্রাসী চাঁদা দাবি করে। তাদের চাঁদা না দেওয়ায় বোটে আগুন ধরিয়ে দেয়। পর্যটকদের বাড়ি চাঁদপুরে, তারা সাজেক থেকে ঘুরে গতকাল রাঙ্গামাটি বেড়াতে এসেছিলেন।

এ বিষয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানার ওসি আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুড়িয়ে দেওয়া বোটটি তাদের হেফাজতে রয়েছে। 
 

সর্বাধিক পঠিত


ভিডিও