ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ঢাকার আমিন বাজারে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কাজ ২০২৪ সালের জানুয়ারি থেকে শুরু হবে। ২০২৬ সালের মধ্যে এ প্রকল্প থেকে প্রতি ঘণ্টায় ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। উৎপাদিত বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে। এসব কিনে নেবে বিদ্যুৎ বিভাগ।
মঙ্গলবার আমিনবাজার ল্যান্ডফিলে চলমান ডিএনসিসির ‘বর্জ্য থেকে বিদ্যুৎ প্ল্যান্ট’ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মেয়র আতিক বলেন, প্রকল্পটির কাজ পাওয়া চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনকে প্রতিদিন তিন হাজার মেট্রিক টন বর্জ্য সরবরাহ করবে ডিএনসিসি।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টিতে চীন ও বাংলাদেশের সমন্বয়ে ডিএনসিসির এ প্রকল্প আলোর মুখ দেখতে যাচ্ছে। আমিনবাজার ডাম্পে যে জায়গায় ল্যান্ডফিল হয়েছে তা ৩০ ফুট নিচু ছিল। এখানে ল্যান্ডফিল করতে সেই নিচু জায়গা ভরাট করতে হয়েছে।
ডিএনসিসির মেয়র বলেন, দেশে প্রতিদিন অসংখ্য বিল্ডিং ভাঙা হচ্ছে। এসব বিল্ডিংয়ের ওয়েস্ট দিয়ে আমরা পাইপ বানাবো, বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন ব্লক বানাবো। এছাড়া বিভিন্ন ধরনের মেডি-ওয়েস্ট এবং ই-ওয়েস্ট কাজে লাগাবো।
এ সময় উপস্থিত ছিলেন- ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফুল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. আবেদ আলী প্রমুখ।