নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রে জাপার ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

894_new-york-jp-030122-01.jpg

জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দলটির যুক্তরাষ্ট্র শাখা ও তার অঙ্গ সংগঠনগুলো।রোববার নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসের এক মিলনায়তনে এ উপলক্ষ্যে সমাবেশ করেন তারা।

যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সদস্য সচিব আসেফ বারী টুটুলের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন আহ্বায়ক মোহাম্মদ এ বার ভূঁইয়া। সমাবেশ থেকে পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে স্মরণ করেন নেতা-কর্মীরা।

সভায় বক্তব্য দেন সহিদুর রহমান, সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাব্বির লস্কর, ওসমান চৌধুরী, তোফায়েল চৌধুরী, কেন্দ্রীয় সদস্য আব্দুন নূর, এস এম ইকবাল, নূর ইসলাম বর্ষন, যুব সংহতির সভাপতি আব্দুল কাদির লিপু, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, যুব সংহতির যুগ্ম সম্পাদক শক্তি দাস গুপ্তা, ফজলে আনোয়ার বাবু, হেলাল উদ্দিন, শামীম আহমেদ ও ফাহিমী রোজী।জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করেন সাদিক আহমেদ।

সর্বাধিক পঠিত


ভিডিও