সংস্কৃতি ও বিনোদন

ফের অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের গুঞ্জন

9209_ytre.jpeg

বলিউড দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের মধ্যে বিচ্ছেদের গুঞ্জন কয়েক বছর ধরে চাউর রয়েছে। কিন্তু মাঝে মধ্যে হঠাৎই একসঙ্গে উপস্থিত হয়ে গুঞ্জনে জল ঢেলে দেন এ দম্পতি।

সম্প্রতি কান উৎসবে মেয়েকে নিয়ে একাই গিয়েছেন ঐশ্বরিয়া। মুম্বাই থেকে প্যারিসে উড়াল দেওয়ার সময়ও দেখা গেছে তার হাতে প্লাস্টার করা। ভাঙা হাত নিয়েই উৎসবের লাল গালিচায় হেঁটেছেন। পুরো আয়োজনে কোথাও অভিষেককে দেখা যায়নি।

কান থেকে ফিরে মুম্বাইতে মায়ের জন্মদিন পালন করলেন এই সাবেক বিশ্বসুন্দরী। এবার যথারীতি সঙ্গী একমাত্র মেয়ে আরাধ্য। ছিলেন না অভিষেক।

এই আয়োজনকে ঘিরে আবারও তাদের মধ্যে বিচ্ছেদের গুঞ্জন মাথাচাড়া দিয়ে উঠেছে।

প্রসঙ্গত, গত ২০ মে ঐশ্বরিয়া যখন ভারতের লোকসভা নির্বাচনে ভোট দিতে গিয়েছিলেন, তখনও তার সঙ্গে দেখা যায়নি অভিষেক বচ্চনকে।
 

সর্বাধিক পঠিত


ভিডিও