বাংলাদেশ

পুলিশের পোশাক পরে শিক্ষার্থীদের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা: প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

9487_IMG_6126.jpeg

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‌‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর পোশাক পরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।’

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আয়োজিত বন্দরের কর্মচারীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার যখন আন্দোলনরত শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের জন্য সংলাপের অনুরোধ জানায়, তখন বিভিন্ন স্থানে, বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। এমনকি পুলিশের ও নিরাপত্তা বাহিনীর পোশাক পরে শিক্ষার্থীদের ওপর আক্রমণ চালিয়েছে দুর্বৃত্তরা। এর দায় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর চাপানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জিয়া ও এরশাদের আমলসহ আমার জীবনে বেশ কয়েকটি কারফিউ দেখেছি। ২০০৭ সালের জানুয়ারিতে ১/১১ সময়েও কারফিউ দেখেছিলাম। কিন্তু চলমান কারফিউ সেগুলোর চেয়ে ভিন্ন। এটা দেশের ১৬ কোটি মানুষের জন্য আনন্দ বয়ে এনেছে। এই কারফিউ জনগণের ভেতরের উত্তেজনা কমিয়ে স্বস্তি নিয়ে এসেছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পথ তৈরির পরও কেন সারা দেশে অগ্নিসন্ত্রাস ও তাণ্ডব চালানো হলো? শিক্ষার্থীরা আন্দোলনে নামার সঙ্গে সঙ্গে সরকার তাদের দাবির প্রতি সমর্থন ব্যক্ত করে হাইকোর্টের রায়ের ওপর আপিল করে। ২০১৮ সালে সরকারই কোটাপদ্ধতি বাতিল করেছিল। সেটা আবার হাইকোর্ট বাতিলের রায় দিয়েছেন। আপিল বিভাগ সেটার ওপর আবার স্থিতাবস্থা দেয়। যেহেতু বারবার এরকম হচ্ছে, তাই ছাত্ররা দাবি করেছিল কোটা সংস্কার করে একটি আইনি কাঠামো করে দেওয়ার।’

তিনি বলেন, ‘আমাদের সঙ্গে আন্দোলনকারী ছাত্রদের যোগাযোগের ঘাটতি ছিল। প্রধানমন্ত্রী চীন সফরে ছিলেন। সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন। তিনি শিক্ষামন্ত্রী ও আইনমন্ত্রীকে দায়িত্ব দেন। দুই মন্ত্রীর উদ্যোগে যখন ছাত্রদের সঙ্গে সরকারের শান্তিপূর্ণ সমাধানের পথ তৈরি হলো, তখন আমরা সারা দেশে অগ্নিসন্ত্রাস, তাণ্ডব ও সন্ত্রাস দেখলাম। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান হয়ে গেলে যাদের উদ্দেশ্য হাসিল হবে না, তারা তাড়াহুড়ো করে এই হামলা করলো।’

দেশ দখল করতে বিদেশ থেকে উসকানি দেওয়া হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘সে উসকানিতে মির্জা ফখরুল বললেন, কোটা আন্দোলনের সঙ্গে বিএনপি আছে, সরকার উৎখাত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। কিন্তু এখন মির্জা ফখরুল বলছেন, এই আন্দোলনের সঙ্গে আমরা নেই। আমরা সমর্থন দিয়েছি, সম্পৃক্ত হইনি। এত বড় অভিনেতা আমি কোনোদিন রাজনৈতিক অঙ্গনে দেখিনি।’

এ সময় বন্দরের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল ও সচিব ওমর ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত


ভিডিও