গ্রেটার জৈন্তা নেটওয়ার্ক ফর জাস্টিস-ইউকে’র উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । গত ২১শে আগস্ট বুধবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত এ সভা সমন্বয়ক মোহাম্মদ মিছবাহ্ উদ্দিনের সঞ্চালনায় এবং উপদেষ্টা আব্দুল মুবিনের সভাপতিত্বে অনুস্ঠিত হয় । মতবিনিময় সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, পাথর কোয়ারি সচল করতে যথাযত কর্তৃপক্ষ বরাবর স্বারকলিপি প্রদান, এলাকার উন্নয়নে চাপ সৃষ্টিকারী সংগঠন হিসেবে কাজ করতে দেশে সমন্বয় কমিটি গঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা উল্লেখ করেন, জাফলং ও বিছনাকান্দির পাথর কোয়ারী বন্ধ থাকায় হাজার হাজার মানুষ বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছে। স্হানীয় এলাকার সাধারন মানুষের জীবন জীবিকার তাগিদে এ পাথর কুয়ারি যথা শীঘ্র চালু করা জরুরী ।
গ্রেটার জৈন্তা নেটওয়ার্ক ফর জাস্টিস-ইউকে একটি অরাজনৈতিক সংগঠন যেটি সব সময় যে কোনো অন্যায়ের ব্যাপারে আপোষহীন। আগামী দিনগুলোতে এলাকার আর্তসামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করতে বদ্ব পরিকর বলে জানালেন সংঘঠনের সদস্যবৃন্দরা ।
সভায় সংগঠনের উপদেষ্টাবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন সদরুল ইসলাম, খালিদ কিবরিয়া,এখলাছ উদ্দিন, তুরাব আলী, ফরিদ আহমদ বুলবুল,গোলাম কুদ্দুস কামরুল, আহসানুল কবির বুলবুল,মোহাম্মদ আব্দুল্লাহ,তাজুল ইসলাম,মারুফ আহমদ,সোহাগ আহমদ,মোবারক হোসেন প্রমুখ।