গত দুই বছর ধরে ভুয়া পাসপোর্ট ব্যবহার করে বসবাসের অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। শুক্রবার (২৯ নভেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে কলকাতার মারকুইস স্ট্রিটের একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে গ্রেপ্তার ব্যক্তিকে বিএনপির সাবেক নেতা বলে দাবি করেছে কলকাতা পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার বিএনপি নেতার নাম সেলিম মন্ডল হলেও তিনি ‘রবি শর্মা’ নামে ভুয়া ইন্ডিয়ান পাসপোর্ট এবং ভারতীয় ভুয়া আধার কার্ড, ভোটার কার্ড এমনকি প্যান কার্ডও বানিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
পার্ক স্ট্রিট থানায় ওই বাংলাদেশির বিরুদ্ধে মামলা হয়েছে এবং সমস্ত ভুয়া নথিপত্র পুলিশ জব্দ করেছে। তার বিরুদ্ধে বিদেশি নাগরিক আইন এবং প্রতারণা সংক্রান্ত ধারায় মামলা করা হয়েছে।
পুলিশ প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যক্তি কয়েকটি রাজ্যে বসবাস করার পর কয়েক মাস আগে কলকাতায় আসেন। তিনি শহরের মারকুইস স্ট্রিটের একটি হোটেলে কাজ করছিলেন।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম মন্ডল ওরফে রবি শর্মা স্বীকার করেছেন তিনি বাংলাদেশের মাদারীপুর জেলার বিএনপি নেতা। বছর দুয়ের আগে সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের হাত থেকে প্রাণে বাঁচতে তিনি পশ্চিমবঙ্গে পালিয়ে এসেছিলেন।
পুলিশ জানায়, কোথায় তিনি এই জাল পাসপোর্ট ও আধার কার্ড বানিয়েছেন, ২ বছর ধরে কোথায় কোথায় থেকেছেন, জাল পরিচয় তৈরিতে কে বা কারা সাহায্য করেছে তা খতিয়ে দেখছে পুলিশ।