যুক্তরাজ্য

২৫ জানুয়ারি ২০২৫, ০০:০১
আরও খবর

শায়েখ ফাহমিদুল আনামের ইন্তেকাল

10443_917e0fa6-9da0-4261-975d-cd782c405d47.jpeg

 লন্ডন দারুল উম্মাহ মসজিদের সাবেক খতিব শায়েখ ফাহমিদুল আনাম আর নেই। শুক্রবার তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে মুসলিম সম্প্রদায়ে শোকের ছায়া নেমে এসেছে।

শায়েখ ফাহমিদুল আনাম একজন প্রখ্যাত ইসলামি ব্যক্তিত্ব ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে দারুল উম্মাহ মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ইসলামি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তিনি বিভিন্ন ইসলামি সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন এবং সেবামূলক কাজের মাধ্যমে মুসলিম সমাজে বিশেষ স্থান অধিকার করেছিলেন। তার তেলাওয়াত, দোয়া এবং তাহাজ্জুদ নামাজে একনিষ্ঠতার জন্য তিনি মুসল্লিদের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন।

তার জানাজার নামাজ এবং দাফনের সময় ও স্থান এখনো নিশ্চিত করা হয়নি। পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে এবং সকলের কাছে তার জন্য দোয়া করার আহ্বান জানানো হয়েছে।

শায়েখ ফাহমিদুল আনামের ইন্তেকালে মুসলিম সমাজে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও