বাংলাদেশ

চিন্ময়কে আটকের কারণে ডিবি প্রধানকে ইসকনের হুমকির অভিযোগ, যা জানালেন ইলিয়াস

10564_IMG_3833.jpeg

সাংবাদিক ইলিয়াস হোসেনের দাবি, ইসকনের পক্ষ থেকে ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে হ'ত্যার হু'ম'কি দেওয়া হয়েছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, চিন্ময়কে আ'টকে'র কারণে ডিবি প্রধানকে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে হু'ম'কি দেওয়া হয়েছে।

ইলিয়াস হোসেনের মতে, যদি রেজাউল করিম মল্লিক বা তার পরিবারের কোনো ক্ষতি হয়, তাহলে এর সম্পূর্ণ দায়ভার ইসকনের ওপর বর্তাবে।

তবে এ বিষয়ে ডিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। ইসকনের তরফ থেকেও এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

সর্বাধিক পঠিত


ভিডিও