যুক্তরাজ্য

১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০২
আরও খবর

যুক্তরাজ্যের গ্রামে বিশাল সিঙ্কহোলের দেখা

10588_ত3-2502191502.jpg.jpg

যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলের সারি কাউন্টির গডস্টোন গ্রামে একটি বিশাল ‘সিঙ্কহোল’ বা গর্ত দেখা দিয়েছে। এরফলে একটি সম্পূর্ণ বাগান গর্তে ভেঙ্গে পড়েছে এবং স্থানীয় কর্তৃপক্ষ প্রায় ৩০টি বাড়ি থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পর্যন্ত এই ‘সিঙ্কহোল’ প্রায় ২০ মিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে। সংবাদমাধ্যম বিবিসিজানিয়েছে, যেসব বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে সেগুলো প্রায় তিন বছর আগে একটি পুরানোবালুর খনির এলাকায় তৈরি হয়েছিল। এক বাসিন্দা, নুশ মিরি, বলেছেন তার পরিবারও ওই বাড়িগুলির মধ্যেছিল যাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। 

সে এলাকার এক বাসিন্দা নুশ মিরি বলেন, “ঘটনার দিন আমরা দরজায় জোরে কড়া নাড়া শুনতে পেলাম। যখনআমি দরজা খুললাম তখন মনে হচ্ছিল যেন আমি একটি জলপ্রপাতের মধ্যে আছি, কারণ গর্তটি আমার দরজারএকদম সামনে ছিল।”

আরেক বাসিন্দা রেজ মিরা বিবিসিকে জানান যে তার বাগান গর্তে ভেঙ্গে পড়ে গিয়েছে। তিনি বলেন, “বাগানভেঙে পড়েছে, দেয়ালটিও নিঃসন্দেহে পড়ে যাবে... আমরা ভয় পাচ্ছি।”

সারি কাউন্টি কাউন্সিল (এসসিসি) জানিয়েছে এ ব্যাপারে তদন্ত চলছে এবং কাজ চালানো হচ্ছে। এ জন্য স্থানীয়বাসিন্দাদের ওই এলাকায় না যেতে অনুরোধ করা হয়েছে। যেসব বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে তাদেরআবাসনের জন্য সহায়তা প্রদান করা হচ্ছে বলেও জানায় তারা।

দিকে যুক্তরাজ্যের পানি সরবরাহকারী সংস্থা (এসইএস ওয়াটার) জানিয়েছে, মঙ্গলবার ভোরে তারা গডস্টোনহাই স্ট্রিটে একটি পানির পাইপে ফাটলের বিষয়ে অবগত ছিল। বুধবার তারা ক্ষতিগ্রস্ত বাড়িগুলিতে পানি সরবরাহপুনরায় চালু করতে সক্ষম হয়েছে। বিদ্যুৎ সরবরাহও পুনরায় চালু করা হয়েছে বলে জানা গিয়েছে।

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও