রাজনীতি

অচল কিছু সংস্কার প্রস্তাব তারা নিয়ে এসেছে: মির্জা আব্বাস

11059_IMG_5752.jpeg

আজ ঈদের দিন, বিএনপির নেতা মির্জা আব্বাস দুঃস্থদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। ঈদ উদযাপনের পর, তিনি সাংবাদিকদের সাথে এক আলোচনা সভায় বলেন, 

"অনেকে বলে সংস্কারের কথা বললেই বিএনপির মাথা খারাপ হয়ে যায়। যারা এ কথা বলে, তাদেরই মাথা খারাপ হয়ে গেছে। সংস্কার নিয়ে বিএনপির কোনো আপত্তি নেই। আমরা ৩১ দফা সংস্কার প্রস্তাব এখন থেকে আড়াই বছর আগে আমাদের নেতা তাফরেক রোহমান দিয়ে ছিলেন। ৩১ দফা যদি অনুসরণ করা হয়, তাহলে সংস্কারের আর কোনো প্রয়োজন নেই। সব কিছু এখানে আছে। শুধু কার্যক্রম করতে হবে। আমি একবার বলেছিলাম, এই সরকারের কলমের খরচে করা সংস্কার আমরা মেনে নেব না। অনেকেই আমাকে ভুলভাবে ব্যাখ্যা করেছেন। আজ আমি জানতে চাই, ঠিক কোন রাজনৈতিক দল সংস্কার প্রস্তাব এককভাবে মেনে নিয়েছে? কোনো রাজনৈতিক দল একপাক্ষিকভাবে এটি মেনে নিয়েছে? সবাই এটি মানে না, সেটা মানে বলে দিয়েছেন। আমরা আগেই বলেছি, কোনো রাজনৈতিক দল কিন্তু বলেনি, এককভাবে আমরা সব মেনে নিয়েছি। কারণ, এটি মেনে নেয়া সম্ভব নয়। তারা যেগুলো বের করেছে, সেগুলো স্বাভাবিক নয়। কিছু অস্বাভাবিক  প্রস্তাব আমরা দেখেছি, যা স্বাভাবিক নয়, বাংলাদেশের জন্য উপযুক্ত নয়। অচল কিছু প্রস্তাব তারা নিয়ে এসেছে। সেখানে সচল কিছু প্রস্তাব আমরা রেখেছি, যা বাংলাদেশের মানুষের জন্য গ্রহণযোগ্য হবে।"

 

সর্বাধিক পঠিত


ভিডিও