স্পেন

স্পেনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

1151_image-508599-1642093280.jpg

স্পেনের রাজধানী মাদ্রিদে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১১ জানুয়ারি মঙ্গলবার রাত ১১টায় মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার দেশ রেস্টুরেন্টে স্পেন আওয়ামী লীগের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

স্পেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাইয়ুম সেলিমের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তামিন চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক আজম কালের যৌথ সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন স্পেন আওয়ামী লীগেরসহ সভাপতি একরামুজ্জামান কিরণ, কবির আহমদ, স্পেন আওয়ামী লীগের সদস্য আফসার হোসেন নিলু, মহানগর আওয়ামী লীগ নেতা আমিনুর রশিদ রাজু, স্পেন আওয়ামী যুবলীগের আহ্বায়ক ইফতেখার আলম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পাকিস্তানের নির্জন কারাগারে পাঠানো হয়। এর আগে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। দেশে ফিরে বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে সর্বশক্তি নিয়োগ করেন।

সভা শেষে বঙ্গবন্ধু তার পরিবারসহ মুক্তিযুদ্ধে শহিদ সবার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সদস্য ও শেখ রাসেল স্মৃতি সংসদ স্পেন শাখার আহ্বায়ক আফসার হোসেন নিলু।

সর্বাধিক পঠিত


ভিডিও