স্পেন

মাস্ক ছাড়া স্পেনে চলাচলের অনুমতি

2554_image-543923-1650562832.jpg

স্পেনের মন্ত্রিপরিষদ স্পেনে মাস্কের বাধ্যতামূলক প্রকৃতির সমাপ্তির অনুমোদন দিয়েছে। মন্ত্রিপরিষদ বুধবার (২০ এপ্রিল) থেকে অভ্যন্তরীণ স্থানগুলোতে মুখোশের বাধ্যতামূলক প্রকৃতির সমাপ্তির অনুমোদন দেয়। তবে স্বাস্থ্যকেন্দ্র, পরিষেবা এবং প্রতিষ্ঠানে কর্মী এবং দর্শনার্থী উভয়ের জন্যই মাস্ক বাধ্যতামূলক থাকবে।  

জানা যায়, স্পেনের মন্ত্রিপরিষদ মঙ্গলবার রয়্যাল ডিক্রি অনুমোদন করেছে, যার মাধ্যমে ২০ এপ্রিল থেকে সাধারণভাবে মাস্কের ব্যবহার আর বাধ্যতামূলক হবে না। বুধবার অফিসিয়াল স্টেট গেজেটে (BOE) প্রকাশের পর এ ব্যবস্থা কার্যকর হয়।

স্পেনের স্বাস্থ্য মন্ত্রী, ক্যারোলিনা দারিয়াস, একটি সংবাদ সম্মেলনে বলেন, কোভিড-১৯ এর বিরুদ্ধে অত্যন্ত উচ্চ টিকা কভারেজ এবং আমাদের দেশে বর্তমান মহামারী সংক্রান্ত পরিস্থিতি মাস্ক ব্যবহারের ওপর বর্তমান নিয়ম শিথিল করা সম্ভব করেছে; SARS-CoV-2 করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম প্রতীকী উপাদান।

মাস্কের বাধ্যতামূলক ব্যবহার বিমান, রেল বা কেবল পরিবহনে এবং বাসে, পাশাপাশি পাবলিক যাত্রী পরিবহনেও বজায় রাখা হয়।  এছাড়াও জাহাজ এবং নৌযানের বদ্ধ স্থানের ক্ষেত্রে যেখানে কেবিন ব্যতীত ১.৫ মিটার দূরত্ব বজায় রাখা সম্ভব নয়, যখন সেগুলো ভাগ করা হয়।

স্বাস্থমন্ত্রী দারিয়াস আরও ব্যাখ্যা করে বলেন, যদিও মাস্কের ব্যবহার বাধ্যতামূলক হবে না, তবুও বড় ইভেন্ট এবং জনসমাগম এবং সেইসাথে সাধারণভাবে দুর্বল জনসংখ্যা ৬০ বছরের বেশি বয়সী মানুষ, গর্ভবতী মহিলা বা ইমিউনোকম্প্রোমাইজডের জন্য অভ্যন্তরীণ স্থানগুলোতে দায়িত্বশীল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।

এ ঘোষণার পর স্পেনের সামাজিক যোগাযোগমাধ্যমে স্প্যানিশরা বিভিন্নভাবে আনন্দের অভিব্যক্তি প্রকাশ করেন এবং বিভিন্ন শহরে আনন্দ-উল্লাস করতে দেখা যায়।
 

সর্বাধিক পঠিত


ভিডিও