লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের আয়োজনে বাংলাদেশে বৃটিশ ল' এবং লিগ্যাল সিস্টেমের তাৎপর্য বিষয়ক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ জুন ২০২৫) বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ্যালারী- ১ এ 'The Implications of British Law and British Legal System in Bangladesh' শীর্ষক বিশেষ সেমিনারে কী-নোট স্পিকার ও গেস্ট অব অনার হিসেবে ঘন্টাব্যাপী ইংরেজিতে বক্তৃতা করেন যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টে প্র্যাক্টিসিং ব্যারিস্টার, লন্ডন বারা অব নিউহ্যামের প্রাক্তন ডিপুটি স্পিকার এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রথিতযশা আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদ। এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। সেমিনারে ব্যারিস্টার নাজির আহমদ এসে পৌঁছলে তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। সেমিনার শেষে আইন বিভাগের পক্ষ থেকে ক্রেস্ট উপহার দেয়া হয় ব্যারিস্টার নাজির আহমদকে।
কীনোট স্পিকার ব্যারিস্টার নাজির আহমদ বলেন, বাংলাদেশের আইনগত পদ্ধতি বিকাশিত হয়েছে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় ব্রিটিশ নিয়মে। এদেশের অনেক মৌলিক আইন যেমন দণ্ডবিধি, দেওয়ানি ও ফৌজদারি কার্যবিধি, চুক্তি আইন এবং কোম্পানি আইন বৃটিশ সাধারণ আইন দ্বারা প্রভাবিত। তিনি বাংলাদেশের আইন ব্যবস্থায় বৃটিশ ল' ও লিগ্যাল সিস্টেমের তাৎপর্য এবং উভয় দেশের আইনের তুলনামূলক পর্যালোচনা করেন। তিনি বলেন, ঔপনিবেশিক সময় বৃটিশরা আইন তাদের স্বার্থে বানিয়ে গেলেও এখন বৃটেনের আইনগুলো আধুনিক, যুগোপযোগী এবং জনবান্ধব। আইনের শাসন পুরোপুরি সেখানে প্রতিষ্ঠিত যা পূরো বিশ্বে সমাদৃত। আধুনিক বৃটিশ আইন ও পদ্ধতির ভাল দিক অনুসরণ করলে বাংলাদেশও আইনের শাসনের দৃষ্টান্ত হতে পারে।
অনুষ্ঠানের শেষাংশে প্রায় ঘন্টাব্যাপী প্রাসঙ্গিক প্রশ্নোত্তর পর্বে যুক্তরাজ্য ও বাংলাদেশের দেওয়ানী, ফৌজদারি, সাংবিধানিক এবং অন্যান্য আইন বিষয়ে আইন বিভাগের শিক্ষার্থীদের নানা প্রশ্নের আইনগত ব্যাখ্যা সমেত উত্তর প্রদান করেন ব্যারিস্টার নাজির আহমদ ।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, আইন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত আইন বিষয়ক সেমিনার শিক্ষার্থীদের চিন্তাভাবনার বিকাশ ঘটাবে। তারা বাংলাদেশের আইনি পদ্ধতি সম্পর্কে অনেক কিছু শিখতে পারবে সেমিনারের কীনোট স্পিকারের কাছ থেকে। তিনি
ব্যারিস্টার নাজির আহমদকে লিডিং ইউনিভার্সিটিতে এসে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে যখনই দেশে আসবেন লিডিং ইউনিভার্সিটিতে আসার আমন্ত্রণ জানান।
লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল- মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার (সাবেক অতিরিক্ত সচিব) মো. মফিজুল ইসলাম। আইন বিভাগের প্রভাষক মো. রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আইন বিভাগের শিক্ষক ও বিভিন্ন ব্যাচের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।