বিশেষ খবর


নিখোঁজের ২২ বছর পর নেপাল থেকে ফিরলেন বৃদ্ধা আমেনা

 

১৯৯৮ সালে বগুড়ায় নিজ বাড়ি থেকে হারিয়ে গিয়েছিলেন আমেনা খাতুন (৮০) নামে এক বৃদ্ধা। বগুড়ার ধুনট উপজেলার এ বাসিন্দা নিখোঁজের প্রায় ২২ বছর পর দেশে নিজের ফিরে এসেছেন।

জানা গেছে, গত জুনে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহযোগিতায় আমেনার পরিবারের সদস্যরা জানতে পারেন তিনি নেপালে রয়েছেন। বিভিন্ন নিয়ম-কানুন মেনে আজ সোমবার সরকারি খরচে দেশে ফেরেন এই প্রৌড়া। পরে বিকেলে ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের মাঝগ্রামে নিজের বাড়ি ফেরেন তিনি।

সোমবার ঢাকায় সব আনুষ্ঠানিকতা শেষে বাড়ি ফেরার পর নিজের পরিবারের সদস্যদের চিনতে পারেন আমেনা। ২২ বছর আগে হারিয়ে নেপাল চলে গেলেও এখনো বাংলায় কথা বলতে পারেন তিনি।

দাদি বাড়ি ফেরাতে সহায়তা করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আমেনার বড় সন্তান আমজাদের ছেলে আদিলুর রহমান। তিনি জানান, আমেনা যখন নিখোঁজ হন তার বয়স ছিল ৭ বছর। তাই, বাড়ি ফেরার পর তার দাদি তাকে চিনতে পারছেন না।

জানা গেছে, ১৯৯৮ সালে আজগর আলী প্রামানিক ও আমেনা খাতুন দম্পতির সন্তান ফটিক মিয়া সৌদি আরব যান। ছেলের বিদেশ যাওয়ার কষ্টে আমেনা খাতুন মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। পরে বাড়ি থেকে বের হয়ে যান, তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। গত মে মাসে আমেনার খোঁজ তার পরিবারকে জানায় এনএসআই। গত ৩ সেপ্টেম্বর নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মাসুদ আলম আমেনাকে তার সন্তানদের সঙ্গে কথা বলার ব্যবস্থা করে দেন। এ সময় সন্তানদের চিনতে পারেন আমেনা।

বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মাসুদ আলম সাংবাদিকদের জানান, নেপালে অবস্থানের সময় রাজধানী কাঠমুন্ডু থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে সুনসারি জেলার ইনারোয়া পৌরসভার ডেপুটি মেয়র গত ৩০ মে ফেসবুকে আমেনার ছবি পোস্ট করে তাকে উদ্ধারের কথা জানান। পরে এনএসআই’র মাধ্যমে আমেনাকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়।

আমেনা খাতুনের ছেলে ফটিক মিয়া জানান তারা ভেবেছিলেন তাদের মা মারা গেছেন। ২২ বছর পর মাকে ফিরে পেয়ে তারা খুব খুশি।

সর্বাধিক পঠিত


ভিডিও