ইতালি

ইতালিতে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে বাংলাদেশী শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য

11775_WhatsApp Image 2025-09-01 at 2.32.48 AM.jpeg

মিনহাজ হোসেন ইতালি: ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের কারিকুলামের অভাবনীয় সাফল্য পেয়েছে দি ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ থেকে ও লেভেল পরীক্ষায় অংশগ্রহনকৃত শিক্ষার্থীরা।

এ প্রতিষ্ঠান থেকে ২০২৫ সালে শতভাগ উত্তীর্ণ হয়ে রেকর্ড গড়েছে তারা। রোমে বাংলাদেশীদের প্রতিষ্ঠিত এই স্কুল থেকে শিক্ষার্থীরা সফলতার সাথে শতভাগ উত্তীর্ণ হওয়ায় গত মঙ্গলবার (২৬ আগস্ট) সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানের নিজস্ব প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাজী জসিম উদ্দিনসহ পরিচালনা পরিষদের অন্যন্য নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, প্রবাসী কমিউনিটির বিশিষ্টজন ও বিপুল সংখ্যক শিক্ষার্থী।
এমন সাফল্যে খুশি অভিবাবকরা প্রশংসা করেন প্রতিষ্ঠানের  তারা বলেন আজকের এই সাফল্য শুধুই শিক্ষার্থীদের নয়, বরং শিক্ষক, অভিভাবক এবং পুরো প্রতিষ্ঠানের সম্মিলিত অর্জন।”
ভক্সপপ অভিবাবক।

ক্যামব্রিজ কারিকুলামের “২০ বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ নাম্বার নিয়ে  প্রথম স্থান অর্জন করেন আহমেদ মেহরিন।  এসময় বিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন শিক্ষা বিভাগের প্রধান আব্দুল্লাহ আল নোমান।  

প্রতিষ্ঠানের চেয়ারম্যান তার বক্তবে বলেন শিক্ষাথীরা প্রমাণ করেছে, মেধা, অধ্যবসায় আর সঠিক দিকনির্দেশনা থাকলে প্রবাসে থেকেও আন্তর্জাতিক মানের সর্বোচ্চ সাফল্য অর্জন সম্ভব। তাদের এই অর্জন শুধু আমাদের বিদ্যালয়ের নয়, বরং বাংলাদেশেরও গৌরব।”

প্রবাসী বাংলাদেশিরা মনে করেন ছাত্র-ছাত্রীদের অভাবনীয় সাফল্য অর্জিনের ফলে নতুন প্রজন্মের জন্য ইতালিতে উচ্চশিক্ষার দ্বার উন্মোচিত হলো। এই ধারাবাহিকতায় ভবিষ্যতে আন্তর্জাতিক মঞ্চে আরও বহু সাফল্য অর্জন করবে এবং বাংলাদেশের নাম বিশ্ব দরবারে আরও উজ্জ্বল করবে।

সর্বাধিক পঠিত


ভিডিও