ইতালিতে বিদায়ী বছরের শেষ দিকে আবারও হানা দিয়েছে মহামারি করোনা। নতুন বছরেও একই পরিস্থিতি। মাত্র দুদিনেই আক্রান্ত প্রায় তিন লাখ। এদিকে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে নতুন বছরকে বরণ করেছে স্থানীয়সহ প্রবাসী বাংলাদেশিরা।
করোনাভাইরাসের নতুন থাবায় বিপর্যস্ত ইতালি। নতুন করে আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রনেও আক্রান্ত হচ্ছে বিপুল সংখ্যক নাগরিক।এরইমধ্যে ভাইরাস রোধে নেয়া হয়েছে নতুন নতুন বিধিনিষেধ। দেশটিতে নতুন বছরের প্রথম দিন রাস্তাঘাট ছিল অনেকটাই ফাঁকা।গতবারের মতো এবারও সরকার নতুন বছরকে বরণ করে নিতে কোনো আয়োজন করেনি। ছিল আতশবাজিতেও নিষেধাজ্ঞা।
তবে কিছু কিছু এলাকায় মানুষ নতুন বছরকে বরণ করে নিতে রাস্তায় নেমে আসে। ব্যক্তিগতভাবে অনেকেই ফানুস উড়িয়ে, আতশবাজি পুড়িয়ে নতুন বছরকে বরণ করে নেন। ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও পরিবার, বন্ধু বা প্রিয়জনের সঙ্গে নতুন বছর শুরু করেছেন। এদিকে বছরের শেষ দিন এবং নতুন বছরের প্রথম দিনেই ইতালিতে আক্রান্ত হয়েছেন প্রায় ৩ লাখ মানুষ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ৬ কোটি নাগরিকের দেশটিতে দেড় কোটি মানুষ কোনো ধরনের টিকা গ্রহণ করেননি। নতুন আক্রান্তদের বেশিরভাগই টিকার বাইরের নাগরিক বলেও উল্লেখ করা হয়। এক গবেষণায় বলা হয়েছে, স্কুল খোলা রাখা হলে মধ্য জানুয়ারি থেকেই দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা প্রতিদিন দুই লাখ ছাড়িয়ে যেতে পারে।