ইতালি

১ সেপ্টেম্বর থেকে ইতালি ফিরতে পারবেন প্রবাসী বাংলাদেশীরা

158_Screenshot_20210831-030821_All Newspapers.jpg

করোনা মহামারীর প্রেক্ষাপটে বাংলাদেশী নাগরিকদের জন্য আরোপ করা ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করেছে ইতালি। দেশটি জানিয়েছে, দুই ডোজ টিকার প্রমাণপত্র প্রদর্শন সাপেক্ষে বাংলাদেশে আটকে পড়া ইতালি প্রবাসীদের মধ্যে যাদের রেসিডেন্সি কার্ড রয়েছে তারা দেশটিতে ফিরতে পারবেন। আগামীকাল থেকে এ আদেশ কার্যকর হবে। গতকাল রোমের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, বাংলাদেশ থেকে ইতালিতে ভ্রমণসংক্রান্ত নিষেধাজ্ঞা শিথিল। ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরান্সো ২৮ আগস্ট দেশটিতে প্রবেশসংক্রান্ত একটি অধ্যাদেশে সই করেন, যা ইতালির সময় ৩১ আগস্ট দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে। আটকে পড়া প্রবাসী বাংলাদেশী নাগরিকদের সঙ্গে সম্পর্কিত প্রযোজ্য ধারাগুলো ব্যাখ্যাসহ শিগগিরই জানানো হবে।

ইতালির জারি করা আদেশে বলা হয়েছে, ইতালিতে প্রবেশের ক্ষেত্রে ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি অনুমোদিত টিকা নিতে হবে। এটি সব দেশের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। ইতালিতে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশ, ভারত ও শ্রীলংকার নাগরিকদের জন্য টিকার সনদ ছাড়াও ফ্লাই করার ৭২ ঘণ্টার মধ্যে করা পিসিআর টেস্টে করোনার অবশ্যই নেগেটিভ রিপোর্ট আসতে হবে। বিমানবন্দরে পৌঁছার পর করোনা টেস্ট করা হবে এবং নিজ খরচে ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন করতে হবে। আগামী ২৮ অক্টোবর পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

চলতি বছরের প্রথম দিকে ইতালির করোনা পরিস্থিতি খারাপ থাকায় ওই সময় বাংলাদেশ সরকার দেশটির সঙ্গে সব ধরনের যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ করে দেয়। পরবর্তী সময়ে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে গেলে গত ২ মে থেকে বাংলাদেশ, ভারত ও শ্রীলংকার সঙ্গে সব ধরনের বিমান যোগাযোগ স্থগিত করে ইতালি। কয়েক দফায় এ নিষেধাজ্ঞা বাড়ানো হয়। সর্বশেষ গত ২৯ জুলাই ইতালি সরকার এ তিন দেশের নাগরিকদের প্রবেশে এক মাসের বেশি সময় ধরে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল, যা গতকাল শেষ হয়েছে।
 

সর্বাধিক পঠিত


ভিডিও