ইতালি

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শাহ মো: তাইফুর রহমান ছোটনের নেতৃত্বে আলোচনা সভা অনুষ্ঠিত

11777_WhatsApp Image 2025-09-03 at 3.28.22 AM.jpeg

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইতালি বিএনপি'র সাবেক নির্বাচিত সভাপতি শাহ মুহাম্মদ তাইফুর রহমানের নেতৃত্বে রোমের তোরপিনাত্তয়ায় একটি আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আয়োজন করা হয়।

সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রদত্ত বক্তব্য প্রচার করা হয়।

আলোচনায় সভায় অংশগ্রহণ করেন বিএনপি'র কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন।

ইতালি বিএনপির সাবেক সভাপতি শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন রাষ্ট্র মেরামতের লক্ষে ৩১ দফা কর্মসূচি উপরে বিস্তারিত আলোচনা করেন, প্রবাসীদের ভোটের অধিকারের পাশাপাশি প্রবাসীদের জন্য সংরক্ষিত সংসদীয় আসনের দাবি করেন সভা থেকে|

সভায় আরো বক্তব্য রাখেন সাবেক সহ সভাপতি হাসানুজ্জামান কামরুল, এডভোকেট কামরুজ্জামান, মোজাম্মেল হক দিপু, আব্দুল রহমান রবিন, লায়লা শাহ, শহীদুল্লাহ আক্তার, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এ কে এম আজাদ, রোম মহানগর বিএনপি সাবেক নেতৃবৃন্দ হযরত আলী, আবু সাঈদ, মামুন সহ আরও অনেকেই |

বক্তারা বলেন প্রবাসী বিএনপির সকল সংগঠনের উচিত প্রবাসীদের স্থানীয় সমস্যা গুলি চিহ্নিত করে সমাধানের জন্য কাজ করার জন্য প্রবাসে বিএনপির রাজনীতিকে সময়োপযোগী করে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা। ইতালিতে হাজার হাজার অভিবাসী ইতালি আগমনের পরে তারা বিভিন্ন  ধরনের বৈষম্যের শিকার হচ্ছে বৈধতা হারাচ্ছে এজন্য বিএনপিকে  ইতালি প্রবাসী জনগণের পাশে দাঁড়াতে হবে এবং সমস্যার সমাধান কল্পে রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করতে হবে।

পরিশেষে আনুষ্ঠানিকভাবে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

সর্বাধিক পঠিত


ভিডিও