মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: বৈধ পথে ইতালি এসে ও ডকুমেন্টস সংক্রান্ত জটিলতায় প্রায় পাঁচ হাজারের অধিক প্রবাসী বাংলাদেশিরা পড়েছেন চরম সংকটে। মালিক পক্ষের প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির কারণেই অনিশ্চয়তা ও হতাশায় নিমজ্জিত এই সব ২০২২ ও ২৩ সালের নন সিজন্যাল ফ্লুসির ভিসায় আসা বাংলাদেশি কর্মীরা।
দীর্ঘ দুই থেকে তিন বছর পার হলেও স্ট্রে পারমিট না পাওয়ায় দেশটির ধূমকেতু স্যোসাল অর্গানাইজেশনে একটি সাংবাদ সম্মেলনের আয়োজন করে এই ভুক্তভোগীরা।
বৈধ ডকুমেন্টস না থাকায় বেকারত্ব যেমন গ্রাস করছে তেমনি অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত এই সকল ভুক্তভোগীদের পবিবার। পাচ্ছেন না চিকিৎসা সেবা।
এই বিষয়ে বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু বলেন" বাংলাদেশ সরকার ও দূতাবাসের সহযোগিতা থাকলে বৈধ ভাবে আসা এই কর্মীদের ডকুমেন্টস নিয়মিত হবার সম্ভাবনা রয়েছে।
ভুক্তভোগীদের প্রত্যাশা ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বাংলাদেশ অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোঃ ইউনুস যেন বৈধ ভাবে আসা এই রেমিটেনস যোদ্ধাদের ডকুমেন্টস সংক্রান্ত জটিলতা আশু নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। এই লক্ষে দূতাবাসের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক কে একটি স্মারকলিপি ও প্রদান করেন ভুক্তভোগীদের একটি প্রতিনিধি দল।