তথ্য ও প্রযুক্তি

Apple ইভেন্টে চমক: বাজারে আসছে পাতলা আইফোন ‘Air’, নতুন এয়ারপডস ও ঘড়ি

11812_Screenshot 2025-09-09 at 7.46.14 pm.jpg

আজ কুপার্টিনোর স্টিভ জবস থিয়েটারে আয়োজিত অ্যাপলের বহুল প্রত্যাশিত বার্ষিক ইভেন্টে প্রযুক্তিপ্রেমীদের জন্য উন্মোচিত হয়েছে একাধিক নতুন পণ্য। এর মধ্যে সবচেয়ে আলোচিত হলো iPhone Air, যার পুরুত্ব মাত্র ৫.৬ মিলিমিটার। স্পেসক্রাফট-গ্রেড টাইটেনিয়াম দিয়ে তৈরি এবং ৬.৩ ইঞ্চির ডিসপ্লে সমৃদ্ধ এই মডেলটিকে বলা হচ্ছে আইফোন সিরিজের নতুন মানদণ্ড। একইসঙ্গে iPhone 17, 17 Pro ও Pro Max সংস্করণও ঘোষণা করা হয়েছে উন্নত ক্যামেরা ও দ্রুততর প্রসেসরের সাথে।

অডিওপ্রেমীদের জন্য অ্যাপল নিয়ে এসেছে AirPods Pro 3। নতুন প্রজন্মের এই ইয়ারবাডসে রয়েছে বিশ্বের সেরা Active Noise Cancellation প্রযুক্তি, হৃদস্পন্দন পরিমাপক সেন্সর এবং অভিনব Live Translation ফিচার। ফলে ব্যবহারকারীরা শুধু গান শুনতে নয়, বরং ভিন্ন ভাষার কথোপকথনের অনুবাদও সরাসরি কানে শুনতে পারবেন। এর বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ২৪৯ ডলার এবং এটি পাওয়া যাবে ১৯ সেপ্টেম্বর থেকে।

স্মার্টওয়াচ বিভাগেও এসেছে বড় পরিবর্তন। Apple Watch SE 3-তে যুক্ত হয়েছে Always-On ডিসপ্লে ও sleep apnea শনাক্তকরণ ব্যবস্থা। Apple Watch Series 11 মডেলটি এবার রক্তচাপ শনাক্তের সক্ষমতা নিয়ে এসেছে, যা স্বাস্থ্যসেবার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর Apple Watch Ultra 3 মডেলটি তৈরি করা হয়েছে আউটডোর ও অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য, যেখানে স্যাটেলাইট কমিউনিকেশন, উজ্জ্বল OLED ডিসপ্লে ও দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ রয়েছে।

প্রযুক্তিগত ঘোষণার পাশাপাশি এ ইভেন্টে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন অতিথিরাও। ভারতীয় গায়ক আরমান মালিক টিম কুক ও কে-পপ তারকা ইউনহোর সঙ্গে মঞ্চে উপস্থিত হয়ে অ্যাপলের বৈশ্বিক সাংস্কৃতিক সংযোগের নতুন দৃষ্টান্ত স্থাপন করেন।

বিশ্লেষকদের মতে, এবারের ইভেন্ট শুধু নতুন ডিভাইস নয়, বরং স্বাস্থ্য, ভাষা এবং সংস্কৃতিকে প্রযুক্তির সঙ্গে যুক্ত করার মাধ্যমে অ্যাপল ভবিষ্যতের এক পূর্ণাঙ্গ ইকোসিস্টেমের ইঙ্গিত দিয়েছে।

সর্বাধিক পঠিত


ভিডিও