ইতালি

রোমে বিপুল উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হলো বরিশাল জেলা সমিতি ইতালির নির্বাচন

11841_WhatsApp Image 2025-09-15 at 3.50.33 PM.jpeg

মিনহাজ হোসেন ইতালি: গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবাসী বরিশালবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হলো বরিশাল জেলা সমিতি ইতালির বহুল প্রত্যাশিত নির্বাচন। নির্বাচনী পরিবেশ ছিল উৎসবমুখর, আর পুরো অনুষ্ঠানজুড়ে ছিল প্রবাসী বাংলাদেশিদের বিপুল আগ্রহ ও উচ্ছ্বাস।

নির্বাচনী অনুষ্ঠানকে কেন্দ্র করে রোমের প্রবাসী কমিউনিটিতে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। অংশগ্রহণকারীদের মধ্যে ছিল নানা শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশি, যারা বরিশাল জেলা সমিতির নেতৃত্ব নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখেন।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট প্রদান শেষে গণনা পরে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আল আমিন ভূঁইয়া নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে মেহেদি হাসান সোহেল সভাপতি, সাধারণ সম্পাদক পদে জামাল সরদার, এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জিহাদুল ইসলাম সজল।

নির্বাচনের পর নবনির্বাচিত নেতৃবৃন্দ এক প্রতিক্রিয়ায় সকল প্রবাসী বরিশালবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে বরিশাল বাসীকে ঐক্যবদ্ধ করে সমিতিকে আরও গতিশীল ও সক্রিয় করে গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এবং বরিশালের সংস্কৃতি ও কৃষ্টি প্রবাসে বেড়ে উঠা প্রজন্মদের মাঝে তুলে সকল কার্যক্রম করার আশা ব্যক্ত করেন |

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক শাহজাহান তালুকদার, আহবায়ক ফিরোজ খান, সদস্য সচিব মিঞ্জু সরদার সহ স্থানীয় কমিউনিটির বিশিষ্টজনেরা ছাড়াও ইতালির বিভিন্ন শহর থেকে আগত অতিথিরাও উপস্থিত ছিলেন।

নতুন নেতৃত্বের প্রতি প্রবাসী বরিশালবাসী আশাবাদী—তাঁরা বিশ্বাস করেন, এই কমিটি প্রবাসে বাংলাদেশি কমিউনিটির ঐক্য ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বাধিক পঠিত


ভিডিও