যুক্তরাষ্ট্র

ট্রাম্প নোবেল না পাওয়ায় তীব্র সমালোচনা করে হোয়াইট হাউসের বার্তা

12144_IMG_2498.jpeg

এবার শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার (১০ অক্টোবর) নোবেল কমিটির দেয়া এমন ঘোষণার প্রেক্ষিতে তীব্র সমালোচনা করেছে হোয়াইট হাউস। এক প্রতিবেদনে এ তথ্য  জানায় বার্তা সংস্থা রয়টার্স।

হোয়াইট হাউস জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবর্তে এই পুরস্কারের জন্য তদবির করেছিলেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া এবং আন্তর্জাতিক যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতাকারী হিসেবে তার ভূমিকা তুলে ধরেছিলেন তিনি।

নোবেল কমিটি প্রমাণ করেছে যে তারা শান্তির উপরে রাজনীতিকে স্থান দেয়—এমন মন্তব্য করে হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চিউং এক্সে বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি চুক্তি, যুদ্ধের অবসান এবং জীবন বাঁচাতে কাজ চালিয়ে যাবেন। তার মধ্যে মানবতাবাদী হৃদয় রয়েছে এবং তার মতো কেউ কখনও তার ইচ্ছাশক্তির জোরে এমন পাহাড় সরানোর মতো কাজ করতে পারবে না।’ 

শুক্রবার মারিয়া করিনা মাচাদোকে বার্ষিক পুরষ্কার প্রদান করে নরওয়েজিয়ান নোবেল কমিটি এ বিষয়ে বলে, ‘স্বৈরাচারী নেতৃত্বের উপরে যারা উঠে দাঁড়ায় এবং প্রতিরোধ করে তারা সাহসী, তারা স্বাধীনতার রক্ষক।’

এর আগে চলতি বছরের শুরুতে ক্ষমতায় আশার পর থেকেই ট্রাম্প নোবেল পুরস্কারের জন্য প্রচারণা চালিয়েছেন। বিশেষ করে আটটি যুদ্ধ থামানোর দাবি করে তিনি এই পুরস্কারে যোগ্য বলে নিজেকে দাবি করেন। এছাড়া তার মিত্র দেশগুলোও তাকে নোবেল পুরস্কারে মনোনিত করেছে বহুবার।

তবে নোবেল পুরস্কার না পাওয়ার প্রেক্ষিতে এখনও কোনো মন্তব্য করেননি ট্রাম্প। এর আগে গত মাসে তিনি বলেছিলেন, তিনি যদি নোবেল না পান তবে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বড় অপমান হবে।

সর্বাধিক পঠিত


ভিডিও