ইতালি

ইতালি রোমে পেরুভিয়ান সন্ত্রাসীদের দ্বারা বাংলাদেশি ব্যবসায়ী জাহাঙ্গীর আলম শাহেদের ওপর নির্মম হামলা

12283_WhatsApp Image 2025-10-18 at 4.34.42 PM.jpeg

বাংলাদেশিদের নিরাপত্তার আহ্বান

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: রোমের ভিয়া তুসকোলানায় একদল পেরুভিয়ান সন্ত্রাসী কর্তৃক বাঙালি ব্যবসায়ী ও রোম বাঙ্কার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম শাহেদের ওপর নৃশংস হামলা চালানো হয়েছে| হামলাটি ঘটে শুক্রবার স্থানীয় সময় রাত ১১টার দিকে, তুসকোলোনা খোকনের বাংলা বার-এর সামনে।

শাহেদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতরভাবে আহত করা হয় এবং দ্রুত প্রশাসন আসলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।বর্তমানে চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাস্থলে ইতালির কারাবিনিয়েরি বাহিনী দ্রুত উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে এবং এলাকায় টহল জোরদার করা হয়েছে। জানা যায় হামলাকারীকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা বলছেন, “ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা এখন গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।”

উল্লেখ্য: সাম্প্রতিক সময়ে রোমসহ বিভিন্ন শহরে প্রবাসীদের ওপর হামলার ঘটনা বেড়েছে। স্থানীয় প্রশাসন প্রবাসী বাঙালিদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে আশ্বাস দিয়েছে।

সর্বাধিক পঠিত


ভিডিও