
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার স্বামী ড. শফিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থার অনুসন্ধান অনুযায়ী, তার কাছে ৮ কোটি ৬৫ লাখ ৪১ হাজার ৬০ টাকার অবৈধ সম্পদ থাকার প্রমাণ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুদক প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘ড. শফিক আহমেদ সিদ্দিক বিইউবিটি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে অসৎ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৮ কোটি ৬৫ লাখ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রেখেছেন। অনুসন্ধানকালে বিষয়টি প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭(১) ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
কমিশন সূত্রে জানা গেছে, শিগগিরই দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদী হয়ে এই মামলা দায়ের করবেন।
উল্লেখ্য, ড. শফিক আহমেদ সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছাড়াও ঢাকা কমার্স কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান, ঢাবির ব্যুরো অব বিজনেস রিসার্চের চেয়ারপারসন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।