করোনা মহামারি রোধে চলমান লকডাউনের জন্য পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ বার কাউন্সিলের অফিস কার্যক্রম বন্ধ থাকবে। তবে অনলাইনে হাইকোর্ট পারমিশন (এনরোলমেন্ট) পরীক্ষার ফরম পূরণ ৩১ আগস্ট পর্যন্ত চলমান থাকবে।
এ বিষয়ে রোববার (১১ জুলাই) বাংলাদেশ বার কাউন্সিলের সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. রফিকুল ইসলামের স্বাক্ষরিত নোটিশে বলা হয়, হাইকোর্ট পারমিশন পরীক্ষার ফরম পূরণ এবং অ্যাডভোকেটশিপ তালিকাভুক্তির কার্যক্রমের জন্য সীমিত আকারে বাংলাদেশ বার কাউন্সিল অফিস খোলা হলেও করোনা মহামারির কারণে সরকার ঘোষিত লকডাউনের জন্য পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অফিস কার্যক্রম বন্ধ থাকবে।
হাইকোর্ট পারমিশন পরীক্ষার ফরম পূরণ ৩১ আগস্ট পর্যন্ত অনলাইনে চলমান থাকবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
তবে আগামী ২৫ জুলাই নির্ধারিত থাকা আইন শিক্ষানবিশদের এনরোলমেন্টের মৌখিক পরীক্ষা পেছাবে নাকি ঠিক থাকবে সে বিষয়ে কিছু জানানো হয়নি।