
গত কয়েক দিন ধরে বহু ব্যবহারকারী লক্ষ্য করছেন, ফেসবুক অ্যাপ চালু করার সময়— অর্থাৎ লঞ্চ স্ক্রিনে— প্রচলিত নীল-সাদা লোগোর বদলে হালকা ধূসর বা ‘ফেড’ ধরনের একটি নতুন লোগো দেখা যাচ্ছে। অ্যান্ড্রয়েড এবং আইওএস— দুই প্ল্যাটফর্মেই এই পরিবর্তিত লোগো দেখা মিলছে।
এ কারণে অনেকেই ভেবেছেন, শীতকে কেন্দ্র করে ফেসবুক কি ‘উইন্টার স্নো’ থিম চালু করেছে? আবার কারও ধারণা হয়েছে, এটি হয়তো কোনো বাগ বা কারিগরি ত্রুটি। আইফোন ব্যবহারকারীরা কয়েক দিন ধরে ঠিক এমনই ‘উইন্টার থিম’-ধাঁচের লোগো দেখছেন। প্রথমে তারা ভেবেছিলেন, হয়তো ফোনের রেজল্যুশনের সমস্যার কারণে লোগোটি অস্বাভাবিক দেখাচ্ছে।
তবে প্রযুক্তি সাংবাদিক ও ডিজাইন বিশ্লেষকদের একাংশের মতে, এটি কোনো ত্রুটি নয়। বরং মেটা ইচ্ছাকৃতভাবে একটি ‘ব্র্যান্ড রিফ্রেশ’ বা নতুন ভিজ্যুয়াল পরিচয় পরীক্ষামূলকভাবে চালু করেছে। যদিও বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত মেটা কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
নতুন লোগোকে সমর্থনকারীরা কয়েকটি কারণ উল্লেখ করছেন—
ভিজ্যুয়াল আধুনিকীকরণ: পুরনো ফ্ল্যাট নীল লোগোর পরিবর্তে আরও হালকা, সূক্ষ ও পরিমার্জিত গ্রেডিয়েন্ট বা ফেডেড রঙ ব্যবহার করা হচ্ছে, যা ডিজাইনকে আধুনিক করে তোলে।
পাঠযোগ্যতা ও কনট্রাস্ট: ফেডেড টোন যে কোনো ব্যাকগ্রাউন্ডে— হালকা বা গাঢ়— লোগোটিকে আরও দৃশ্যমান করে, বিশেষত অ্যাপ লঞ্চ বা লোডিং স্ক্রিনে।মেটা ইকোসিস্টেমে সামঞ্জস্য: হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মতো মেটার অন্যান্য অ্যাপ ইতোমধ্যেই ভিজ্যুয়াল আপডেটের মধ্যে দিয়ে যাচ্ছে। ফেসবুকের নতুন লোগোও সেই একই ধারার অংশ হতে পারে।
যদিও অনেক ব্যবহারকারী নতুন লোগোর অভিজ্ঞতা পাচ্ছেন, তবুও মেটার পক্ষ থেকে পরিবর্তনটি সাময়িক, পরীক্ষামূলক নাকি স্থায়ী— সে বিষয়ে কোনো নিশ্চয়তা এখনো পাওয়া যায়নি।