
মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: ইতালির সিসিলি অঞ্চলের পালেরমো শহরে প্রায় ৩০ হাজার প্রবাসী বাংলাদেশিদের বসবাস প্রবাসী বাংলাদেশিদের জন্য ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দুই দিনব্যাপী ইতালি মধ্যে সর্বোচ্চ সংখ্যক প্রায় দেড় হাজার প্রবাসী বাংলাদেশীদের ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা সফলভাবে সম্পন্ন করেছে।
দুই দিনে আয়োজিত এই কনস্যুলেট সেবায় পাসপোর্ট নবায়ন, নতুন পাসপোর্টের আবেদন, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা, জন্মনিবন্ধন, পাওয়ার অব অ্যাটর্নি, নোটারি ও বিভিন্ন সনদপত্র সংক্রান্ত সেবা প্রদান করা হয়। দূর-দূরান্ত থেকে আগত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এই সেবার মাধ্যমে উপকৃত হন।
দূতাবাস কর্মকর্তারা জানান, পালেরমো ও আশপাশের অঞ্চলে বসবাসরত প্রবাসীদের দীর্ঘদিনের দাবি বিবেচনায় নিয়ে এ ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার আয়োজন করা হয়। সেবাগ্রহীতারা সহজ ও ঝামেলামুক্তভাবে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করতে পেরে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় প্রবাসীরা জানান, রোমে দূতাবাসে গিয়ে সেবা নেওয়া অনেকের পক্ষেই সময় ও ব্যয়ের কারণে কঠিন হয়ে পড়ে। পালেরমোতে সরাসরি কনস্যুলেট সেবা আয়োজন করায় তারা আর্থিক ও সময় সাশ্রয় করতে পেরেছেন। তারা স্থায়ী একটি কনস্যুলেট সেবা অফিস এর জন্য বাংলাদেশ সরকার কে রাষ্ট্রদূতের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন। এবং যতদিন পর্যন্ত স্থায়ী কনস্যুলেট অফিস না হবে তারা প্রতি দুই থেকে তিন মাস পরপর পালেরমোতে এই কনস্যুলেট সেবা অব্যাহত রাখার জন্য দূতাবাসের প্রতি জোরালো আহ্বান জানান।
দূতাবাস কর্তৃপক্ষ ভবিষ্যতেও ইতালির বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে এ ধরনের ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা চালু রাখার আশাবাদ ব্যক্ত করেন।
দূতাবাসের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এবারের ১৭-১৮ জানুয়ারি কনস্যুলেট সেবায় বাংলাদেশিরা সেবা নিয়েছেন ৭১১ জন ই-পাসপোর্ট এপয়েন্টমেম্ট, ১৯১ জনকে পাসপোর্ট বিতরণ, ১৬০ জনের নো ভিসা এর আবেদন গ্রহণ, ২১ জনের নো বিতরণ, ১২১ জনের ওয়েলফেয়ার কার্ডের আবেদন গ্রহণ, ৩৫ জনের বিভিন্ন সার্টিফিকেট ইস্যু, ৬ জনের পাওয়ার অফ অ্যাটর্নি, প্রায় ২৩০ জনকে কনস্যুলের ও ওয়েলফেয়ার সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি ৩২০ জনকে পরবর্তীতে দূতাবাসের সেবা গ্রহণের জন্য এপয়েন্টমেন্ট প্রদান করা হয়। এছাড়াও পালেরমতে অবস্থিত প্রবাসী বাংলাদেশি পরিচালিত পালেরমো পিয়াচ্ছা নাসো বাংলা স্কুলে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ করা হয়।