
মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: মাদারীপুর জেলা প্রবাসী যুব সংঘ ইতালির কেন্দ্রীয় কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা ও কমিটি ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার ইতালির বন্দর নগরী নাপোলিতে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি নাপোলির সাধারণ সম্পাদক মামুন হাওলাদার।
মাদারীপুর জেলা প্রবাসী যুব সংঘের প্রচার সম্পাদক নজরুল ইসলাম খান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালিয়ান মানবাধিকার সংগঠনের নেতা জাল্লুকা পেট্রুজ্জা লা কমুনে, বিশেষ অতিথি সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উজ্জ্বল হাওলাদার, কমিউনিটি ব্যক্তিত্ব অ্যাডভোকেট ইমাম হোসেন রতন, মো: জামাল হোসেন হাওলাদার, মো: আরাফাত হোসেন।
সভায় অতিথিরা বলেন, প্রবাসে থেকেও দেশের সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে যুব সমাজকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। মাদারীপুর জেলার ঐক্য, সহযোগিতা এবং প্রবাসী যুবকদের কল্যাণে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
এসময় সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন: উপদেষ্টা অ্যাডভোকেট লাভলু মুন্সি, মো: বাবুল হাওলাদার, সভাপতি সৈয়দ রাজু, সাধারণ সম্পাদক রোমান আকন, সিনিয়র সহ সভাপতি আমির খান, সাংগঠনিক সম্পাদক মো: রেজাউল মাতব্বর, অর্থ সম্পাদক মামুন মাতব্বর, দপ্তর সম্পাদক রোহান হাসান সোহেল, সংগঠনের নাপোলি শাখার সভাপতি রহমান মাহাবুব, সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম খান, সাংগঠনিক সাধারণ আলাল উদ্দিন সহ অন্যান্য সদস্যরা।
তারা বলেন, প্রবাস জীবনের নানা সমস্যা মোকাবিলায় ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে মাদারীপুর জেলা প্রবাসী যুব সংঘ ইতালি কাজ করবে। একই সঙ্গে বাংলাদেশ ও ইতালির মধ্যকার সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করতেও সংগঠনটি সংক্রিয় ভূমিকা রাখবে।
আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে মাদারীপুর জেলা প্রবাসী যুব সংঘ ইতালির ১০১ বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।