ডেইলি জোকস

মদ্যপানের শাস্তি

139_Screenshot_20210830-151547_Google.jpg

সৌদি আরবে মদ্যপান করা একটা বড় ধরনের অপরাধ হিসেবে বিবেচিত হয়। 
এক বাঙালি, এক জার্মানি আর এক পাকিস্তানি মদ্যপানের অপরাধে সৌদি আরবে গ্রেপ্তার হল।

এই মারাত্মক অপরাধের জন্য এদের প্রত্যেকের পিঠে ২০ টা করে চাবুক মারার শাস্তি নির্ধারিত হল।
যখন তারা শাস্তি গ্রহনের জন্য প্রস্তুত, তখন সৌদি শেখ ঘোষণা করলেন-- আজ তার প্রথমা পত্নীর জন্মদিন। তাই তিনি চান, শাস্তি গ্রহনের পূর্বে তোমদের একটা ইচ্ছা যেন পূরণ করা হয়।

জার্মানিটা লাইনের প্রথমেই ছিল। সে কিছুক্ষণ ভেবে বলল-- দয়া করে আমার পিঠে
একটা বালিশ বেঁধে দিন।
ওর ইচ্ছা পূরণ করা হল, কিন্তু ১০ টা চাবুকের
আঘাতেই বালিশটা ফেটে গেল। ফলে
জার্মানিটার পিঠ কেটে রক্ত পড়তে লাগলো, আর যন্ত্রনায় সে কাতরাতে লাগলো।

এরপর পাকিস্তানির পালা। জার্মানিটার
অবস্থা দেখে সে ভীত হয়ে বলল-- দয়া করে
আমার পিঠে ২ টা বালিশ বেধে দিন।
পাকিস্তানির কথা মত ওর পিঠে দুইটা বালিশ বেঁধে দেওয়া হল; কিন্তু ১৫ টা চাবুকের আঘাতেই বালিশ দুটো ফেটে গেল, আর সে জার্মানিটার মতই যন্ত্রনায় চিৎকার করতে লাগলো।

সবশেষে বাঙালির পালা। বাঙালিটা কিছু
বলবার আগেই শেখ বললেন-- তুমি বিশ্বের
সবচেয়ে সুন্দর একটা অংশ বাংলাদেশ থেকে এসেছো.
আমরা তোমাদের দেশকে খুব ভালোবাসি।

এজন্য আমি তোমার দুইটা ইচ্ছা পূরণ করব।

বাঙালিটা বলল-- আপনার দয়ালু ও রাজকীয়
ব্যবহারের জন্য অসংখ্য ধন্যবাদ। স্যার,
আপনার দয়ালু ব্যবহারকে সম্মান জানিয়ে
আমি বলছি যে আপনি আমাকে ২০ টা নয়, ১০০
টা চাবুক মারার আদেশ দিন।

শেখ বললেন- তুমি শুধু একজন সম্মানিত ব্যক্তি
নও, তুমি খুব  সাহসী পুরুষ। তুমি
যখন চাইছ, তখন তোমাকে ১০০ টা চাবুকই
মারা হবে। এখন বল তোমার দ্বিতীয় ইচ্ছাটা কি ?

বাঙালিটা হেসে বলল-- স্যার, দয়া করে
চাবুক মারার পূর্বে ওই পাকিস্তানিটাকে
আমার পিঠে বেঁধে দিন।

সর্বাধিক পঠিত


ভিডিও