ডেইলি জোকস

উকিল ও গ্রাম্য কৃষক

অপরাধীদের কাছে জনপ্রিয় কিন্তু সাধারণ মানুষের কাছে অপ্রিয় এক আইনজীবী গ্রামে বেড়াতে গিয়ে বন্দুক নিয়ে পাখি শিকারে বের হলেন। তার গুলিতে আহত একটি পাখি উড়ে গিয়ে পড়লো পাশের খামারে। তিনি পাখিটিকে তুলে আনতে গেলেন। ওদিকে খামারের মালিক বৃদ্ধ কৃষক আহত পাখিটিকে তুলে ক্ষতস্থান ব্যান্ডেজ করছিলেন।  তিনি আইনজীবীকে আটকালেন।

কৃষক: আপনি আইন ভেঙে পাখি শিকার করছেন!

আইনজীবী: বাজে কথা বলো না! তুমি জানো না আমি কে? আমার শিকার করা পাখিটি নিয়ে যেতে দাও।

কৃষক: এই পাখি আপনি পাবেন না। আর এটা আমার জমি এবং আমার বিনা অনুমতিতে আপনি এখানে ঢুকতে পারেন না।

আইনজীবী: আমি দেশের শীর্ষ আইনজীবী আর তুমি আমাকে আইন শেখাচ্ছো! লেখাপড়া জানা মানুষজন জানে কতো বড় বড় খুনিকে আমি নিরপরাধ প্রমাণ করেছি আর কতো লোককে খামোখাই জেলের ঘানি টানিয়েছি...

কৃষক: আপনি যেই হোন তাতে কিছু আসে যায় না। তবে আমরা আমাদের গ্রামে এ ধরনের সমস্যার সমাধান স্থানীয় কায়দায় করি।

আইনজীবী: কী সেই কায়দা, বল তাড়াতাড়ি!

কৃষক: যে দুজনের মধ্যে বিবাদ তারা একজন আরেকজনকে তিনটি করে উষ্টা মানে লাথি মারে। এভাবে চলতে থাকে যতক্ষণ পর্যন্ত না তাদের একজন পরাজয় স্বীকার করে নেয়। একে বলে ‘তিন উষ্টা’ পদ্ধতি। একেকজন পর পর তিনটি করে লাথি মারতে থাকে।

ধূর্ত আইনজীবী খুব দ্রুত হিসাব কষে বুঝলেন এই হাড় জিরজিরে বৃদ্ধ লাথির লড়াইয়ে বেশিক্ষণ টিকবে না তার সঙ্গে। ওদিকে দুজনের চেঁচামেচিতে আশপাশে বেশকিছু দর্শকও জড়ো হয়েছে। আইনজীবী মনে মনে হেসে নিয়ে বললেন: ওকে, তিন উষ্টা পদ্ধতিই সই। আমি রাজি।

কৃষক: তাহলে আমি শুরু করি।

আইনজীবী: সমস্যা নাই, আমি প্রস্তুত।

আইনজীবী শক্ত হয়ে দাঁড়ালেন কৃষকের সামনে। কৃষক আহত পাখিটিকে পাশের একজনের হাতে দিয়ে ঘুরেই আইনজীবীর উরুসন্ধিতে মারলেন কঠিন এক লাথি। বুড়ো হলেও কঠোর পরিশ্রমী চাষার পাগুলো তো লোহার মতো শক্ত। আইনজীবী চোখেমুখে অন্ধকার দেখলেন।  কোমড় কুঁচকে বসে পড়লেন। ওদিকে কৃষক দ্বিতীয় লাথি চালালো তার পেট আর বুকের মাঝ বরাবর। আইনজীবী দুপুরে যেসব মোগলাই খাবার খেয়েছিলেন তা বেড়িছে আসলো বমি হয়ে। তিনি ফুটবলের মতো কুঁচকে পড়ে রইলেন মাটিতে। এবার কৃষক মারলেন তৃতীয় লাথি তার পশ্চাদ্দেশে। আইনজীবী সোজা দাঁড়িয়ে গেলেন।

তবে জীবনে অনেক কঠিন কেস লড়া পোড়খাওয়া আইনজীবীর মাথা পুরো ঠাণ্ডা রয়েছে। কারণ, তিনি জানেন এই লড়াইয়ে জয় তার অবধারিত। তিনি বুড়োর চেয়ে অনেক কঠিন আঘাত হানতে যাচ্ছেন এবার।


আইনজীবী: ওকে, বুড়ো হারামি কোথাকার! এবার আমার পালা। দাঁড়াও, দেখি এবার তোমার পায়ে কতো শক্তি আছে।

কৃষক: স্যার, আমি হার মানছি। এই নেন, আপনার জেতা পাখিটা নিয়ে যান!

এই জবাবে আইনজীবীর মাথা ঘুরতে লাগলো, বুকেও ব্যথা শুরু হলো। দ্রুতই তিনি জ্ঞান হারালেন।

 

সর্বাধিক পঠিত


ভিডিও