রাজনীতি

খুলনার আদালতে নেওয়া হয়েছে মামুনুল হককে

 

হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়েছে। রবিবার ( ৫ সেপ্টেম্বর) পৌনে ১১ টায় তাকে হাজির করা হয়।

কড়া পুলিশি পাহারায় তাকে আদালতে হাজির করা হয়। বিচারক এস এম আশিকুর রহমানের আদালতে শুনানি শুরু হয়। শুনানি শেষে মামুনুল হককে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। আগামী ১০ অক্টোবর শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।

এ মামলায় ১০৭ জন এজাহারনামীয় ও আসামি রয়েছে। শুনানি শেষে তাকে আবার কড়া নিরাপত্তায় খুলনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তিন মামলায় মামুনুল হকের ২৪ দিনের রিমান্ড চায় পুলিশ

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোটেড একেএম ইকবাল হোসেন। আসামি পক্ষে ছিলেন সৈয়দ তৌফিক উল্লাহ।

এর আগে গত শুক্রবার বিকেল ৪ টায় গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে থাকে খুলনায় নেওয়া হয়।

এর আগে গত ১১ মে রাতে মামুনুল হককে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন, পুলিশি কাজে বাধা, ভাঙচুর ও সন্ত্রাসী কার্যক্রমসহ ২৭টি মামলা রয়েছে।

গত ১৮ এপ্রিল দুপুর ১২টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।

সর্বাধিক পঠিত


ভিডিও