সংস্কৃতি ও বিনোদন

বন্যার্তদের সহায়তায় অনন্ত জলিলের বড় ঘোষণা

3435_download (6).jpg

সিলেট-সুনামগঞ্জে স্মরণকালের ভয়াবহ বন্যায় মানবিক বিপর্যয় নেমে এসেছে। পানি ঢুকে গেছে সিলেট রেলওয়ে স্টেশন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায়।এমনকি কয়েকটি আশ্রয়কেন্দ্রেও পানি প্রবেশ করেছে।দুই জেলার প্রায় ৪০ লাখ মানুষ পানিবন্দি। অনেকের ঘরে খাবার নেই। বিশুদ্ধ পানি নেই। দুদিন ধরে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন।

ভয়াবহ এ পরিস্থিতিতে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ব্যবসায়ী ও চলচ্চিত্র অভিনেতা-প্রযোজক অনন্ত জলিল।শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওবার্তায় সবাইকে সাহায্যের আহ্বানও জানিয়েছেন তিনি।

তিনি জানান, এবার ঈদুল আজহায় বেশিসংখ্যক গরু কুরবানি দেবেন না তিনি।  মাত্র একটি গরু কুরবানির জন্য রেখে এ জন্য বরাদ্দ বাকি সব টাকা সিলেট-সুনামগঞ্জের বন্যার্তদের মাঝে বিলিয়ে দেবেন তিনি। এ ছাড়া তার নতুন সিনেমা 'দিন: দ্য ডে' -এর আয়ের বড় একটি অংশও বন্যার্তদের পেছনে খরচ করবেন।

ভিডিওবার্তায় অনন্ত জলিল বলেন, ‘সিলেটের বন্যার ভয়াবহতার কারণে এবার আমি সিদ্ধান্ত নিয়েছি, ১০-১২টা গরু কুরবানি না দিয়ে শুধু ১টা বা দুটি গরু কুরবানি দেব। এই কুরবানির যত টাকা আছে তা দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াব। শুধু কুরবানির টাকাই নয়, আমার ব্যবসার টাকা এবং আমি যে মুভি (দিন: দ্য ডে) মুক্তি দিচ্ছি, সেটি থেকেও টাকা আসবে— সব কিছু দিয়েই সিলেটের বন্যার্তদের পাশে দাঁড়াব ইনশাআল্লাহ।’

এর পর এ তারকা বলেন, ‘যখন যেখানে দুর্যোগ হয়, আমি পাশে দাঁড়াই। আমাদের যাদের অর্থ-কড়ি আছে, আমরা কেউ টাকা কবরে নিয়ে যেতে পারব না। আমরা যেটি আয় করি, সেটি মানুষের কাজে খরচ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। কারণ আপনি-আমি একদিন পৃথিবীতে থাকব না। আমরা নিজেরা ভোগ না করে, যদি মানুষের কল্যাণে টাকা খরচ করতে পারি, তা হলে আল্লাহ আমাদের এই দান কবুল করবেন। মরার পর আমাদের পাশে মানুষের দোয়া ছাড়া আর কিছুই থাকবে না। যে যতটুকু পারেন মানুষের পাশে দাঁড়ান। সবাই মিলে একটু একটু করলেও তাদের অনেক সহায়তা হবে।’

সর্বাধিক পঠিত


ভিডিও