মধপ্রাচ্য

সৌদি ইতিহাসে প্রথম বিলিয়ন ডলারের মাদক জব্দ, পাকিস্তান ও সিরিয়ার নাগরিক গ্রেপ্তার

4466_download (2).jpg

সৌদি আরবের ইতিহাসের সবথেকে বড় মাদক চালান জব্দ করেছে দেশটির কর্তৃপক্ষ। এই পরিমাণ মাদকের দাম এক বিলিয়ন ডলারেরও বেশি। এর সঙ্গে যুক্ত ৬ সিরিয়ান এবং ২ পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করেছে সৌদি কর্তৃপক্ষ। এ খবর দিয়েছে আরব নিউজ।

খবরে জানানো হয়েছে, এই চালানে ছিল ৪ কোটি ৭০ লাখ অ্যামফেটামিন ট্যাবলেট। রাজধানী রিয়াদের একটি গুদামে অভিযান চালিয়ে বুধবার এই মাদক জব্দ করা হয়। সৌদি আরবের ইতিহাসে এর আগে এত বড় মাদক চালান জব্দ হয়নি কখনো। সৌদি মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মুখপাত্র মেজর মোহাম্মদ আল-নাজিদি বলেন, এই মাদক চোরাচালানের সঙ্গে দুই পাকিস্তানি এবং ছয় সিরীয় নাগরিক জড়িত। 

এ নিয়ে আরও তদন্তে নেমেছে নিরাপত্তা বাহিনী। মাদকের বিরুদ্ধে বরাবরই বেশ কঠিন সৌদি আরব। আঞ্চলিক মাদক বিরোধী সংস্থাগুলো এক হয়ে মাদক চোরাচালানের সরবরাহ লাইনগুলো ভেঙ্গে দিতে নানা পদক্ষেপ নিয়ে চলেছে। সৌদি আরবে মূলত তরুণ প্রজন্মই এই মাদক পাচারকারীদের প্রধান টার্গেট।দেশটির কর্মকর্তারা বলছেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, গোটা সমাজ ও সম্প্রদায়কেও বিপর্যস্ত করে তোলে।

সর্বাধিক পঠিত


ভিডিও