মধপ্রাচ্য

আমিরাতে কনসাল জেনারেলের সঙ্গে প্রবাসী সাংবাদিকদের বৈঠক

689_image-501448-1640364134.jpg

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৮ ডিসেম্বর শারজা স্টেডিয়ামে সাংবাদিকদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কনস্যুলেট কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের হেনস্তা ও আয়োজনের নানা অনিয়ম নিয়ে গণমাধ্যমের সংবাদ প্রকাশের পর বাংলাদেশ মিশনের সঙ্গে সাংবাদিকদের সৃষ্ট দূরত্ব কমিয়ে আনতে এক মতবিনিময় সভা বাংলাদেশ কনস্যুলেটে অনুষ্ঠিত হয়েছে।


এতে অনিয়ম ও হেনস্তা প্রসঙ্গে ব্যাখ্যা দেন  বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল  বিএম জামাল হোসেন। তিনি বলেন, এত বড় আয়োজনে অনেক ত্রুটি-বিচ্যুতি থাকতে পারে। এসব ত্রুটি-বিচ্যুতি থেকে আমাদের একটা শিক্ষা হয়েছে, যা আগামীতে কাজে লাগবে। তিনি সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেন এবং আগামীতে সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের মর্যাদা রক্ষায় একসাথে কাজ করবেন বলে ঘোষণা দেন।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ কনস্যুলেটের দূতালয়প্রধান প্রভাস লামারাং, শ্রম সচিব ফকির মনোয়ার হোসেন, প্রথম সচিব মো. রফিকুল আমিন, কনস্যুলেটের দ্বিতীয় সচিব মোজাফফর আহমেদসহ প্রবাসে অবস্থানরত সাংবাদিক নেতারা।

সর্বাধিক পঠিত


ভিডিও