মধপ্রাচ্য

সৌদি আরব : একসময় সিনেমা দেখাও ছিল নিষিদ্ধ, এখন চলচ্চিত্র উৎসব

636_Screenshot_20211211-200650_Chrome.jpg


 

সৌদি আরব : একসময় সিনেমা দেখাও ছিল নিষিদ্ধ, এখন চলচ্চিত্র উৎসব

সৌদি আরবের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিন মঙ্গলবার ‘রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল’র লালগালিচায় পোজ দিচ্ছেন মিসরের অভিনেত্রী নেলি করিম (বাঁয়ে) ও তিউনিশিয়ান অভিনেত্রী আমিরা দেরাউচি (ডানে)। একসময় সিনেমা হলই নিষিদ্ধ ছিল যে দেশে, সেই সৌদিতে সৃষ্টি হলো নতুন ইতিহাস। ইসলামি রাজতন্ত্রের রাষ্ট্রটিতে এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে এত বড় মাপের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ডিসেম্বরের ৬ থেকে ১৫ তারিখ পর্যন্ত লোহিত সাগরের শহর জেদ্দায় চলবে ‘রেড সি চলচ্চিত্র উৎসব’। জর্ডান, সৌদি আরব, লেবানন, তিউনিশিয়া, মিসরসহ ৬৭ দেশের ৩০টিরও বেশি ভাষার ১৩৮টি পূর্ণ ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে উৎসবে। যুবরাজ মোহাম্মদ বিন সালমান আধুনিক সৌদি গঠনে ‘ভিশন ২০৩০’ ঘোষণা করেন ২০১৬ সালে। তার পর থেকেই একে একে উঠে যেতে থাকে সৌদি আরবের নারী প্রতিবন্ধকতা। সাইকেল-বাইক-গাড়ি চালানো, ব্যবসা, একা একা হোটেলে থাকার স্বাধীনতা থেকে শুরু করে সুইমিংপুল-ম্যাসাজ পার্লারের মতো নিষিদ্ধ বিষয়গুলো থেকে উঠে যায় ধর্মীয় ফতোয়া। ২০১৮ সালের এপ্রিলে সিনেমা হল চালু ও সেখানে নারী-পুরুষ উভয়ের সিনেমা দেখার অনুমোদন দেয় সৌদি সরকার। শুধু তাই নয়, ২০৩০ সালের মধ্যে সারা দেশে ৩৫০টি সিনেমা হল এবং দুই হাজার ৫০০ মুভি স্ক্রিন তৈরির লক্ষ্য স্থির করেছে ক্রাউন প্রিন্স সালমানের সরকার।

সর্বাধিক পঠিত


ভিডিও