মধপ্রাচ্য

কাতার বিশ্বকাপ: ‘হায়া’ কার্ডধারীদের ওমরাহ করতে ভিসা লাগবে না

5027_download.jpg

কাতার ফুটবল বিশ্বকাপের ‘হায়া কার্ডধারী’ দশর্করা ১১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ফ্রি ভিসায় ওমরাহ পালন করতে পারবেন। তারা এসময় পবিত্র শহর মদিনায়ও যেতে পারবেন।সৌদি আরবের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) সৌদি নিউজ চ্যানেল আল এখবারিয়া থেকে এ ঘোষণা দেওয়া হয়।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসা বিভাগের সহকারী মহাপরিচালক খালেদ আল-শামারি ঘোষণা জানান, মুসলিম হায়া কার্ডধারীরা ২ মাস পর্যন্ত দেশটিতে থাকতে পারবেন। এর মেয়াদ শেষ হবে আগামী বছরের ১১ জানুয়ারি।ভিসা বিনামূল্যে হলেও ভিসার প্ল্যাটফর্ম থেকে চিকিৎসা বীমা নেওয়া আবশ্যক বলেই জানিয়েছেন আল-শামারি।

তিনি আরো বলেন, ‘কার্ডধারীদের একটি মাল্টি-এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছে যার মাধ্যমে কার্ডের মেয়াদ থাকার পুরো সময়টিতে যেকোন সময় তারা সৌদি আরবে প্রবেশ এবং প্রস্থান করতে পারবেন।’

সূত্র: গালফ নিউজ

সর্বাধিক পঠিত


ভিডিও