আইন- আদালত

ধর্ম অবমাননা, সিলেটে একজনের ৭ বছরের কারাদণ্ড

5893_Gallery_1672764641939.jpg

সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম আবমাননার দায়ে পাঁচ বছর আগের একটি মামলায় সিলেটে এক ব্যক্তিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।    

মঙ্গলবার তথ্য প্রযুক্তি আইনের (আইসিটি) ৫৭ ধারায় সিলেটের সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ট্রাইব্যুনালের বিচারক আবুল কাশেম আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোস্তফা দিলওয়ার আল আজহার জানান।

দণ্ডপ্রাপ্ত রাকেশ রায় (৪৩) সিলেট জেলার বাসিন্দা এবং হিন্দু মহাজোট সিলেট বিভাগীয় শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন।

মামলার বরাত দিয়ে আইনজীবী বলেন, আসামির বিরুদ্ধে নিজের ফেইসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে ইসলাম ধর্মকে অবমাননার অভিযোগ আনা হয়েছিল। ২০১৭ সালের জুন মাসে তার বিরুদ্ধে মামলা করা হয়। এরপর ৭ জুন তাকে গ্রেপ্তার করা হয়।

মামলায় মোট আটজন সাক্ষ্য দিয়েছেন। সাত বছরের কারাদণ্ড ছাড়াও আসামিকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আইনজীবী আরও বলেন, “রাকেশের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ এর ২ ধারায় মামলা করা হয়েছিল; যা বর্তমানে ডিজিটাল নিরাপত্তা আইনে রূপান্তরিত হয়েছে। মামলা চলাকালীন রাকেশ জামিনে ছিলেন। রায়ের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।”

রাকেশের আইনজীবী ইশতিয়াক আহমদ চৌধুরী বলেন, রায়ে তারা সন্তোষ্ট নন। ন্যায়বিচারের আশায় উচ্চ আদালতে আপিল করবেন।

সর্বাধিক পঠিত


ভিডিও